রান যে বিরাট কোহলি পাচ্ছেন না, তা নয়। এবারের আইপিএলে তাঁর ব্যাটে চলছে রানের ফোয়ারা। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ভারতীয় ব্যাটারের ধারেকাছেও কেউ নেই। তবু ছন্দে থাকা কোহলিকে নিয়ে চলে সমালোচনা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকদের কেউ বাদ যাচ্ছেন না।
কোহলিকে নিয়ে এবার সমালোচনার কারণ তাঁর হঠাৎ করে রান তোলার গতি কমে যাওয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) গত রাতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে ফেলে আরসিবি। ১৮ বলে ৪ চার ও ১ ছক্কায় কোহলি একাই করেন ৩২ রান। পাওয়ার প্লের পরই খোলসে বন্দী হয়ে যান তিনি। ৩৭ বলে তুলে নিয়েছেন এবারের আইপিএলের তৃতীয় ফিফটি। ৪৩ বলে ৫১ রান করে আউট হয়েছেন। বাউন্ডারি সংখ্যা পাওয়ার প্লের আগে যেটা ছিল, ইনিংস শেষেও সেটাই থেকেছে।
পাওয়ার প্লের পর কোহলি এমন খোলসবন্দী হওয়ায় বিরক্তি প্রকাশ করেন সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয়, সে তার ছন্দটা হারিয়ে ফেলেছে। সঠিক সংখ্যাটা মনে নেই। তবে যতদূর মনে পড়ে, ৩১-৩২ রানের পর থেকে আউট হওয়া পর্যন্ত সে কোনো বাউন্ডারি মারেনি। তাই ইনিংসের প্রথম বল মোকাবিলা করে সে ১৪ বা ১৫ নম্বর ওভারে আউট হয়েছে। তখন তার স্ট্রাইকরেট ১১৮। দল তো তার থেকে এমন কিছু আশা করে না।’
কোহলির খোলসে ঢোকার পর অন্যপ্রান্তে একের পর এক বাউন্ডারি মেরে যাচ্ছেন রজত পাতিদার। মায়াংক মারকান্ডের এক ওভারে চার ছক্কা মারেন পাতিদার। ২০ বলে ৫০ করে আউট হয়েছেন পাতিদার। পাচ নম্বরে নামা ক্যামেরন গ্রিন ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে নেমে নিয়মিত ঝড় তোলা দিনেশ কার্তিক নেমেছেন ৭ নম্বরে। ৬ বলে করেন ১১ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে আরসিবি। কোহলির ব্যাটিং প্রসঙ্গে জিও সিনেমায় অজয় জাদেজা বলেন, ‘কোহলির ধারাবাহিকতা নিয়ে কথা বলা মানে সূর্যের অস্তিত্ব ব্যাখ্যা করার মতো। পাওয়ারপ্লে যখন শেষ হলো, সে হঠাৎ করে রান তোলার গতি কমিয়ে দিল। এটা হতে পারে কারণ আরসিবি দুই উইকেট হারিয়েছে। মাঝেমধ্যে মনে হয় আরসিবি তাদের ভূমিকা নিয়ে খুবই অনমনীয়। দিনেশ কার্তিক সব সময়ই মারবে। সেটা করতে গিয়েই আরসিবি ধীরগতিতে খেলছে।’
টানা ছয় ম্যাচ হারের পর গত রাতে জয় পেয়েছে আরসিবি। হায়দরাবাদকে হারিয়েছে ৩৫ রানে। ঝড় তোলা পাতিদারই হয়েছেন ম্যাচসেরা। ৯ ম্যাচে ২ জয় ও ৭ পরাজয়ে ৪ পয়েন্ট কোহলিদের। পাঞ্জাবেরও ৪ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে পাঞ্জাব ও বেঙ্গালুরু ৯ ও ১০ নম্বরে। পাঞ্জাবের নেটরানরেট-০.২৯২ ও-০.৭৯২ নেটরানরেট বেঙ্গালুরুর। ৯ ম্যাচে ৪৩০ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ কোহলির কাছেই আছে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন। গড় ৬১.৪২ ও স্ট্রাইকরেট ১৪৫.৭৬।
রান যে বিরাট কোহলি পাচ্ছেন না, তা নয়। এবারের আইপিএলে তাঁর ব্যাটে চলছে রানের ফোয়ারা। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ভারতীয় ব্যাটারের ধারেকাছেও কেউ নেই। তবু ছন্দে থাকা কোহলিকে নিয়ে চলে সমালোচনা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকদের কেউ বাদ যাচ্ছেন না।
কোহলিকে নিয়ে এবার সমালোচনার কারণ তাঁর হঠাৎ করে রান তোলার গতি কমে যাওয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) গত রাতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে ফেলে আরসিবি। ১৮ বলে ৪ চার ও ১ ছক্কায় কোহলি একাই করেন ৩২ রান। পাওয়ার প্লের পরই খোলসে বন্দী হয়ে যান তিনি। ৩৭ বলে তুলে নিয়েছেন এবারের আইপিএলের তৃতীয় ফিফটি। ৪৩ বলে ৫১ রান করে আউট হয়েছেন। বাউন্ডারি সংখ্যা পাওয়ার প্লের আগে যেটা ছিল, ইনিংস শেষেও সেটাই থেকেছে।
পাওয়ার প্লের পর কোহলি এমন খোলসবন্দী হওয়ায় বিরক্তি প্রকাশ করেন সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয়, সে তার ছন্দটা হারিয়ে ফেলেছে। সঠিক সংখ্যাটা মনে নেই। তবে যতদূর মনে পড়ে, ৩১-৩২ রানের পর থেকে আউট হওয়া পর্যন্ত সে কোনো বাউন্ডারি মারেনি। তাই ইনিংসের প্রথম বল মোকাবিলা করে সে ১৪ বা ১৫ নম্বর ওভারে আউট হয়েছে। তখন তার স্ট্রাইকরেট ১১৮। দল তো তার থেকে এমন কিছু আশা করে না।’
কোহলির খোলসে ঢোকার পর অন্যপ্রান্তে একের পর এক বাউন্ডারি মেরে যাচ্ছেন রজত পাতিদার। মায়াংক মারকান্ডের এক ওভারে চার ছক্কা মারেন পাতিদার। ২০ বলে ৫০ করে আউট হয়েছেন পাতিদার। পাচ নম্বরে নামা ক্যামেরন গ্রিন ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে নেমে নিয়মিত ঝড় তোলা দিনেশ কার্তিক নেমেছেন ৭ নম্বরে। ৬ বলে করেন ১১ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে আরসিবি। কোহলির ব্যাটিং প্রসঙ্গে জিও সিনেমায় অজয় জাদেজা বলেন, ‘কোহলির ধারাবাহিকতা নিয়ে কথা বলা মানে সূর্যের অস্তিত্ব ব্যাখ্যা করার মতো। পাওয়ারপ্লে যখন শেষ হলো, সে হঠাৎ করে রান তোলার গতি কমিয়ে দিল। এটা হতে পারে কারণ আরসিবি দুই উইকেট হারিয়েছে। মাঝেমধ্যে মনে হয় আরসিবি তাদের ভূমিকা নিয়ে খুবই অনমনীয়। দিনেশ কার্তিক সব সময়ই মারবে। সেটা করতে গিয়েই আরসিবি ধীরগতিতে খেলছে।’
টানা ছয় ম্যাচ হারের পর গত রাতে জয় পেয়েছে আরসিবি। হায়দরাবাদকে হারিয়েছে ৩৫ রানে। ঝড় তোলা পাতিদারই হয়েছেন ম্যাচসেরা। ৯ ম্যাচে ২ জয় ও ৭ পরাজয়ে ৪ পয়েন্ট কোহলিদের। পাঞ্জাবেরও ৪ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে পাঞ্জাব ও বেঙ্গালুরু ৯ ও ১০ নম্বরে। পাঞ্জাবের নেটরানরেট-০.২৯২ ও-০.৭৯২ নেটরানরেট বেঙ্গালুরুর। ৯ ম্যাচে ৪৩০ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ কোহলির কাছেই আছে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন। গড় ৬১.৪২ ও স্ট্রাইকরেট ১৪৫.৭৬।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে