Ajker Patrika

এবার মাইক্রোফোন হাতে নিলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৩
এবার মাইক্রোফোন হাতে নিলেন তামিম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে মিনিস্টার ঢাকা বিদায় নিয়েছে প্লে-অফের আগেই। দল বাদ পড়লেও টুর্নামেন্টে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। প্রথমবারের মতো ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। 

আজ সোমবার এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে খুলনার ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যকক্ষে আসেন তামিম। তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে সম্বোধন করে ধারাভাষ্য রুমে স্বাগত জানান ‘ভয়েস অব বাংলাদেশ খ্যাত’ আতহার আলী খান। তাঁর স্বাগতের জবাবে তামিম বলেন, ‘আপনি বলেছেন আমি আপনার প্রিয় ক্রিকেটার। আমিও বলতে চাই আপনাকে যে, আপনিও আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার। ছোট থেকে আপনাকে দেখে বড় হয়েছি। সব সময় আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন।’ 

অবশ্য এর আগে সঞ্চালনার অভিজ্ঞতা আছে তামিমের। করোনা মহামারির সময় ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডা দিয়েছিলেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েও নগদের একটি অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় তামিমকে। 

এবারের বিপিএলে ৯ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪০৭ রান করেন তামিম। ৫৮ দশমিক ১৪ গড়ে ও ১৩২ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তাঁর দল ঢাকা অবশ্য ব্যর্থ। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট ছিল তাদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত