আরব আমিরাতে বিশ্বকাপ বলে ফেবারিটদের তালিকার ধারেকাছেও ছিল না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সব ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে ট্রান্স-তাসমানিয়ান দুই প্রতিপক্ষ, যারা আবার একে অপরের শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালো করেই জানে।
দুই দলেই আছেন বিস্ফোরক কয়েকজন ব্যাটার। বোলিংয়েও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বেশ ভারসাম্যপূর্ণ দুই দল। তবে এদিক থেকে সম্ভাবনাটা একটু বেশিই হেলে কিউইদের দিকে। কারণ কেন উইলিয়ামসনের হাতে আছেন ট্রেন্ট বোল্টের মতো এক পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভুলে যাওয়ার মতো এক পারফরম্যান্স করেছেন বোল্ট। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। উইকেট পাননি বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠতে পারেন কিউই পেসার, যিনি আবার অজিদের উইকেট শিকার করতে একটু বেশিই পছন্দ করেন!
দুবাইয়ের পিচ খানিকটা ধীরগতির হওয়ায় উইকেট পেতে খানিকটা বেগ হতে হয় পেসারদের। এমন পিচেই গত বছর থেকে নয় ম্যাচে মাত্র ১৩.৫০ গড়ে ২০ উইকেট নিয়েছেন কিউই পেসার। ছিল দুটি মেডেন। আর অস্ট্রেলিয়া হলে তো কথাই নেই! অ্যারন ফিঞ্চদের বিপক্ষে বোল্টের পরিসংখ্যান বেশ আকর্ষণীয়। এখন পর্যন্ত যতগুলো দেশের বিপক্ষে খেলেছেন, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষেই বোল্টের উইকেট সংখ্যা সবচেয়ে বেশি, আট ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
ইংল্যান্ড ম্যাচ বাদে এবারের বিশ্বকাপের সব ম্যাচেই উইকেট পেয়েছেন বোল্ট। ছয় ম্যাচে তার উইকেটের সংখ্যা ১১। এবারের আসরে তিনিই একমাত্র পেসার, যাঁর ঝুলিতে আছে ১০-এর বেশি উইকেট। নিউজিল্যান্ডের জন্য যেমন মাথাব্যথার কারণ হতে পারেন ডেভিড ওয়ার্নার-ফিঞ্চ উদ্বোধনী জুটি, তেমনি ছাড় দিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামাতে ওস্তাদ বোল্ট!
আরব আমিরাতে বিশ্বকাপ বলে ফেবারিটদের তালিকার ধারেকাছেও ছিল না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সব ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে ট্রান্স-তাসমানিয়ান দুই প্রতিপক্ষ, যারা আবার একে অপরের শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালো করেই জানে।
দুই দলেই আছেন বিস্ফোরক কয়েকজন ব্যাটার। বোলিংয়েও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বেশ ভারসাম্যপূর্ণ দুই দল। তবে এদিক থেকে সম্ভাবনাটা একটু বেশিই হেলে কিউইদের দিকে। কারণ কেন উইলিয়ামসনের হাতে আছেন ট্রেন্ট বোল্টের মতো এক পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভুলে যাওয়ার মতো এক পারফরম্যান্স করেছেন বোল্ট। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। উইকেট পাননি বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠতে পারেন কিউই পেসার, যিনি আবার অজিদের উইকেট শিকার করতে একটু বেশিই পছন্দ করেন!
দুবাইয়ের পিচ খানিকটা ধীরগতির হওয়ায় উইকেট পেতে খানিকটা বেগ হতে হয় পেসারদের। এমন পিচেই গত বছর থেকে নয় ম্যাচে মাত্র ১৩.৫০ গড়ে ২০ উইকেট নিয়েছেন কিউই পেসার। ছিল দুটি মেডেন। আর অস্ট্রেলিয়া হলে তো কথাই নেই! অ্যারন ফিঞ্চদের বিপক্ষে বোল্টের পরিসংখ্যান বেশ আকর্ষণীয়। এখন পর্যন্ত যতগুলো দেশের বিপক্ষে খেলেছেন, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষেই বোল্টের উইকেট সংখ্যা সবচেয়ে বেশি, আট ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
ইংল্যান্ড ম্যাচ বাদে এবারের বিশ্বকাপের সব ম্যাচেই উইকেট পেয়েছেন বোল্ট। ছয় ম্যাচে তার উইকেটের সংখ্যা ১১। এবারের আসরে তিনিই একমাত্র পেসার, যাঁর ঝুলিতে আছে ১০-এর বেশি উইকেট। নিউজিল্যান্ডের জন্য যেমন মাথাব্যথার কারণ হতে পারেন ডেভিড ওয়ার্নার-ফিঞ্চ উদ্বোধনী জুটি, তেমনি ছাড় দিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামাতে ওস্তাদ বোল্ট!
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে