Ajker Patrika

ভারতের ‘আনলাকি’ আম্পায়ার এবার নেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

আপডেট : ১০ জুন ২০২১, ১৪: ৩৯
ভারতের ‘আনলাকি’ আম্পায়ার এবার নেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

ঢাকা: আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি। যেখানে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন না রিচার্ড কেটেলবোরো। এই খবরে স্বস্তি পেতে পারে ভারত! গত পাঁচ বছরে আইসিসির নকআউট পর্বে যে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত হেরেছে, প্রতিটিতেই মাঠে ছিলেন এই আম্পায়ার। কেটেলবোরো তাই হয়ে গেছেন ভারতের ‘আনলাকি’ আম্পায়ার!

যদিও ভারতের ম্যাচ হারার সঙ্গে কেটেলবোরোর কোনো সম্পর্ক নেই! তবে কাকতালীয়ভাবে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বের গুরুত্বপূর্ণ যে পাঁচটি ম্যাচে ভারত হেরেছে, সবগুলো ম্যাচেই ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবোরো। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হার আর সবশেষ ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। সবগুলো ম্যাচেই ফিল্ড আম্পায়ার ছিলেন কেটেলবোরো।

ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর তাই রসিকতা করেই কদিন আগে টুইট করেছিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন কেটেলবোরোকে আম্পায়ারিংয়ের দায়িত্ব না দেওয়া হয়! আইসিসির ম্যাচ অফিশিয়ালদের তালিকা দেখে ওয়াসিম জাফর এখন হয়তো খুশিই হবেন! ১৮ জুন সাউদাম্পটনে শুরু আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই কেটেলবোরো ফিল্ড আম্পায়ার হিসেব থাকছেন না। থাকছেন শুধুই ম্যাচ অফিশিয়াল হিসেবে। ম্যাচের ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ। ফাইনালে সাবেক ইংলিশ ওপেনার ক্রিস ব্রড ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার হিসেবে রিচার্ড কেটেলবোরো ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ।

আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার এবং রেফারি) আদ্রিয়ান গ্রিফিথ বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অভিজ্ঞ ম্যাচ অফিশিয়ালদের একটি দল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। মহামারিতে কাজটি সহজ ছিল না। আমরা আনন্দিত ফাইনাল ম্যাচে অভিজ্ঞ আম্পায়ার প্যানেল পেয়ে। যারা কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। তাদের প্রতি শুভকামনা রইল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত