সাকিব আল হাসান এবারই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ২০২৭ বিশ্বকাপ আসতে আসতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরও বয়স পেরিয়ে যাবে ৪০। ‘বয়স শুধুই একটি সংখ্যা’—বহু ক্লিশে এই প্রবাদ বাক্যের কথা যতই বলা হোক না কেন, কাউকে একদিন না একদিন থামতেই হবে। মুশফিক ও মাহমুদউল্লাহরও বয়সের হিসাবে ২০২৩ বিশ্বকাপেই থেমে যাওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ ব্যাপারে কিছু জানেন না।
মাহমুদউল্লাহ এবারের বিশ্বকাপে জায়গা পেয়েছেন অনেক কাঠখড় পুড়িয়ে। সুযোগটা বেশ দারুণভাবে কাজে লাগিয়েছেন। ৭ ম্যাচে ৫৯.২ গড় ও ৮৯.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ২৯৬ রান। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ১১১ রানের ইনিংস বাংলাদেশকে ২০০-২৫০ রানের হার থেকে বাঁচিয়েছে। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ বিশ্বকাপ চলাকালীন আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে এটাই তাঁর শেষ বিশ্বকাপ।
মাহমুদউল্লাহর তুলনায় মুশফিক ২০২৩ বিশ্বকাপে তুলনামূলক কম রান করেছেন। ২০০-এর নিচে রান করলেও মুশফিক দুটি ফিফটি করেছেন এবারের বিশ্বকাপে। অন্যদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ তাই শেষ হচ্ছে অজিদের বিপক্ষেই। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিক—দীর্ঘদিন ধরে খেলে যাওয়া বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটারকে কীভাবে মূল্যায়ন করছেন হাথুরু, সেই প্রশ্ন আজ জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে। বাংলাদেশ কোচ বলেছেন, ‘ওহ্, চার বিশ্বকাপ খেলা তাদের জন্য দারুণ এক যাত্রা। আর বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা সত্যিই বিশেষ কিছু। আমি জানি না এটাই তাদের (মুশফিক ও মাহমুদউল্লাহ) শেষ বিশ্বকাপ কি না। সত্যি বলতে, তারা এখনো দারুণ ফিট। দারুণ খেলছে। এটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছে কি না। তাই আমি তাদের শেষ ম্যাচ নিয়ে কিছু বলতে পারব না। তবে একজন চার বিশ্বকাপ খেলছে, আরেকজন পাঁচ। তাই নয় কি? মুশফিকুর ও সাকিব পাঁচটা খেলেছে। তাই আমার মতে, যার খেলছে অথবা খেলা শুরু করেছে, তারা যদি পাঁচ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, এটা অসাধারণ। যদি তারা শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা হবে ব্যাটন বদলানোর ব্যাপার।’
সাকিব, মুশফিক দুজনেই খেলেছেন পাঁচটি করে বিশ্বকাপ। অন্যদিকে মাহমুদউল্লাহ এ নিয়ে খেলছেন চতুর্থ বিশ্বকাপ। এই তিন তারকা ক্রিকেটার বাংলাদেশকে বিশ্বকাপে মনে রাখার মতো অনেক মুহূর্ত এনে দিয়েছেন। তবে শিরোপা না জেতার আক্ষেপ স্বাভাবিকভাবেই তাঁদের পোড়ানোর কথা। এ ব্যাপারে হাথুরু বলেন, ‘না। তাদের (সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ) সঙ্গে সে ধরনের কথা হয়নি। কারণ, আমরা পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি।’
সাকিব আল হাসান এবারই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ২০২৭ বিশ্বকাপ আসতে আসতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরও বয়স পেরিয়ে যাবে ৪০। ‘বয়স শুধুই একটি সংখ্যা’—বহু ক্লিশে এই প্রবাদ বাক্যের কথা যতই বলা হোক না কেন, কাউকে একদিন না একদিন থামতেই হবে। মুশফিক ও মাহমুদউল্লাহরও বয়সের হিসাবে ২০২৩ বিশ্বকাপেই থেমে যাওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ ব্যাপারে কিছু জানেন না।
মাহমুদউল্লাহ এবারের বিশ্বকাপে জায়গা পেয়েছেন অনেক কাঠখড় পুড়িয়ে। সুযোগটা বেশ দারুণভাবে কাজে লাগিয়েছেন। ৭ ম্যাচে ৫৯.২ গড় ও ৮৯.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ২৯৬ রান। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ১১১ রানের ইনিংস বাংলাদেশকে ২০০-২৫০ রানের হার থেকে বাঁচিয়েছে। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ বিশ্বকাপ চলাকালীন আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে এটাই তাঁর শেষ বিশ্বকাপ।
মাহমুদউল্লাহর তুলনায় মুশফিক ২০২৩ বিশ্বকাপে তুলনামূলক কম রান করেছেন। ২০০-এর নিচে রান করলেও মুশফিক দুটি ফিফটি করেছেন এবারের বিশ্বকাপে। অন্যদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ তাই শেষ হচ্ছে অজিদের বিপক্ষেই। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিক—দীর্ঘদিন ধরে খেলে যাওয়া বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটারকে কীভাবে মূল্যায়ন করছেন হাথুরু, সেই প্রশ্ন আজ জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে। বাংলাদেশ কোচ বলেছেন, ‘ওহ্, চার বিশ্বকাপ খেলা তাদের জন্য দারুণ এক যাত্রা। আর বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা সত্যিই বিশেষ কিছু। আমি জানি না এটাই তাদের (মুশফিক ও মাহমুদউল্লাহ) শেষ বিশ্বকাপ কি না। সত্যি বলতে, তারা এখনো দারুণ ফিট। দারুণ খেলছে। এটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছে কি না। তাই আমি তাদের শেষ ম্যাচ নিয়ে কিছু বলতে পারব না। তবে একজন চার বিশ্বকাপ খেলছে, আরেকজন পাঁচ। তাই নয় কি? মুশফিকুর ও সাকিব পাঁচটা খেলেছে। তাই আমার মতে, যার খেলছে অথবা খেলা শুরু করেছে, তারা যদি পাঁচ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, এটা অসাধারণ। যদি তারা শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা হবে ব্যাটন বদলানোর ব্যাপার।’
সাকিব, মুশফিক দুজনেই খেলেছেন পাঁচটি করে বিশ্বকাপ। অন্যদিকে মাহমুদউল্লাহ এ নিয়ে খেলছেন চতুর্থ বিশ্বকাপ। এই তিন তারকা ক্রিকেটার বাংলাদেশকে বিশ্বকাপে মনে রাখার মতো অনেক মুহূর্ত এনে দিয়েছেন। তবে শিরোপা না জেতার আক্ষেপ স্বাভাবিকভাবেই তাঁদের পোড়ানোর কথা। এ ব্যাপারে হাথুরু বলেন, ‘না। তাদের (সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ) সঙ্গে সে ধরনের কথা হয়নি। কারণ, আমরা পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৪ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৬ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১০ ঘণ্টা আগে