ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসান এবারই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ২০২৭ বিশ্বকাপ আসতে আসতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরও বয়স পেরিয়ে যাবে ৪০। ‘বয়স শুধুই একটি সংখ্যা’—বহু ক্লিশে এই প্রবাদ বাক্যের কথা যতই বলা হোক না কেন, কাউকে একদিন না একদিন থামতেই হবে। মুশফিক ও মাহমুদউল্লাহরও বয়সের হিসাবে ২০২৩ বিশ্বকাপেই থেমে যাওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ ব্যাপারে কিছু জানেন না।
মাহমুদউল্লাহ এবারের বিশ্বকাপে জায়গা পেয়েছেন অনেক কাঠখড় পুড়িয়ে। সুযোগটা বেশ দারুণভাবে কাজে লাগিয়েছেন। ৭ ম্যাচে ৫৯.২ গড় ও ৮৯.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ২৯৬ রান। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ১১১ রানের ইনিংস বাংলাদেশকে ২০০-২৫০ রানের হার থেকে বাঁচিয়েছে। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ বিশ্বকাপ চলাকালীন আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে এটাই তাঁর শেষ বিশ্বকাপ।
মাহমুদউল্লাহর তুলনায় মুশফিক ২০২৩ বিশ্বকাপে তুলনামূলক কম রান করেছেন। ২০০-এর নিচে রান করলেও মুশফিক দুটি ফিফটি করেছেন এবারের বিশ্বকাপে। অন্যদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ তাই শেষ হচ্ছে অজিদের বিপক্ষেই। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিক—দীর্ঘদিন ধরে খেলে যাওয়া বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটারকে কীভাবে মূল্যায়ন করছেন হাথুরু, সেই প্রশ্ন আজ জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে। বাংলাদেশ কোচ বলেছেন, ‘ওহ্, চার বিশ্বকাপ খেলা তাদের জন্য দারুণ এক যাত্রা। আর বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা সত্যিই বিশেষ কিছু। আমি জানি না এটাই তাদের (মুশফিক ও মাহমুদউল্লাহ) শেষ বিশ্বকাপ কি না। সত্যি বলতে, তারা এখনো দারুণ ফিট। দারুণ খেলছে। এটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছে কি না। তাই আমি তাদের শেষ ম্যাচ নিয়ে কিছু বলতে পারব না। তবে একজন চার বিশ্বকাপ খেলছে, আরেকজন পাঁচ। তাই নয় কি? মুশফিকুর ও সাকিব পাঁচটা খেলেছে। তাই আমার মতে, যার খেলছে অথবা খেলা শুরু করেছে, তারা যদি পাঁচ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, এটা অসাধারণ। যদি তারা শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা হবে ব্যাটন বদলানোর ব্যাপার।’
সাকিব, মুশফিক দুজনেই খেলেছেন পাঁচটি করে বিশ্বকাপ। অন্যদিকে মাহমুদউল্লাহ এ নিয়ে খেলছেন চতুর্থ বিশ্বকাপ। এই তিন তারকা ক্রিকেটার বাংলাদেশকে বিশ্বকাপে মনে রাখার মতো অনেক মুহূর্ত এনে দিয়েছেন। তবে শিরোপা না জেতার আক্ষেপ স্বাভাবিকভাবেই তাঁদের পোড়ানোর কথা। এ ব্যাপারে হাথুরু বলেন, ‘না। তাদের (সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ) সঙ্গে সে ধরনের কথা হয়নি। কারণ, আমরা পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি।’
সাকিব আল হাসান এবারই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ২০২৭ বিশ্বকাপ আসতে আসতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরও বয়স পেরিয়ে যাবে ৪০। ‘বয়স শুধুই একটি সংখ্যা’—বহু ক্লিশে এই প্রবাদ বাক্যের কথা যতই বলা হোক না কেন, কাউকে একদিন না একদিন থামতেই হবে। মুশফিক ও মাহমুদউল্লাহরও বয়সের হিসাবে ২০২৩ বিশ্বকাপেই থেমে যাওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ ব্যাপারে কিছু জানেন না।
মাহমুদউল্লাহ এবারের বিশ্বকাপে জায়গা পেয়েছেন অনেক কাঠখড় পুড়িয়ে। সুযোগটা বেশ দারুণভাবে কাজে লাগিয়েছেন। ৭ ম্যাচে ৫৯.২ গড় ও ৮৯.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ২৯৬ রান। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ১১১ রানের ইনিংস বাংলাদেশকে ২০০-২৫০ রানের হার থেকে বাঁচিয়েছে। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ বিশ্বকাপ চলাকালীন আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে এটাই তাঁর শেষ বিশ্বকাপ।
মাহমুদউল্লাহর তুলনায় মুশফিক ২০২৩ বিশ্বকাপে তুলনামূলক কম রান করেছেন। ২০০-এর নিচে রান করলেও মুশফিক দুটি ফিফটি করেছেন এবারের বিশ্বকাপে। অন্যদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেমির দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ তাই শেষ হচ্ছে অজিদের বিপক্ষেই। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিক—দীর্ঘদিন ধরে খেলে যাওয়া বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটারকে কীভাবে মূল্যায়ন করছেন হাথুরু, সেই প্রশ্ন আজ জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে। বাংলাদেশ কোচ বলেছেন, ‘ওহ্, চার বিশ্বকাপ খেলা তাদের জন্য দারুণ এক যাত্রা। আর বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা সত্যিই বিশেষ কিছু। আমি জানি না এটাই তাদের (মুশফিক ও মাহমুদউল্লাহ) শেষ বিশ্বকাপ কি না। সত্যি বলতে, তারা এখনো দারুণ ফিট। দারুণ খেলছে। এটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছে কি না। তাই আমি তাদের শেষ ম্যাচ নিয়ে কিছু বলতে পারব না। তবে একজন চার বিশ্বকাপ খেলছে, আরেকজন পাঁচ। তাই নয় কি? মুশফিকুর ও সাকিব পাঁচটা খেলেছে। তাই আমার মতে, যার খেলছে অথবা খেলা শুরু করেছে, তারা যদি পাঁচ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, এটা অসাধারণ। যদি তারা শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা হবে ব্যাটন বদলানোর ব্যাপার।’
সাকিব, মুশফিক দুজনেই খেলেছেন পাঁচটি করে বিশ্বকাপ। অন্যদিকে মাহমুদউল্লাহ এ নিয়ে খেলছেন চতুর্থ বিশ্বকাপ। এই তিন তারকা ক্রিকেটার বাংলাদেশকে বিশ্বকাপে মনে রাখার মতো অনেক মুহূর্ত এনে দিয়েছেন। তবে শিরোপা না জেতার আক্ষেপ স্বাভাবিকভাবেই তাঁদের পোড়ানোর কথা। এ ব্যাপারে হাথুরু বলেন, ‘না। তাদের (সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ) সঙ্গে সে ধরনের কথা হয়নি। কারণ, আমরা পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি।’
টানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
৪৩ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
৩ ঘণ্টা আগে