দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফেরার সুযোগ ছিল শ্রীলঙ্কার। তবে আজ হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডেতে কিউইদের কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা। তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ২-০ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আরও লঙ্কানদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট শ্রীলঙ্কার। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন তারা আছে ৯ নম্বরে। পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। সুপার লিগের সব ম্যাচ খেলা শ্রীলঙ্কার এখন বিশ্বকাপে উঠতে হলে কোয়ালিফায়ার খেলে উঠতে হবে। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। সেরা আটে ওঠার ক্ষেত্রে উইন্ডিজদের প্রতিদ্বন্দ্বী এখানে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রোটিয়া ও আইরিশদের পয়েন্ট ৭৮ ও ৬৮। দক্ষিণ আফ্রিকার বাকি রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ, যা আজ শুরু হয়েছে। আর আইরিশদের বাকি রয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড তাদের বাকি ম্যাচগুলো জিতলে প্রত্যেকেরই পয়েন্ট হবে ৯৮।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। ৬.১ ওভারে কিউইদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২১ রান। চ্যাড বোজ, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল আউট হয়েছেন ১, ৪ ও ৬ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্তে অবিচল থাকেন উইল ইয়ং। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক টম লাথামের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইয়ং। ৫২ বলে ৩৮ রানের জুটি গড়েন লাথাম ও ইয়ং। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন দাসুন শানাকা। এরপর পঞ্চম উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ১০৮ বলে ১০০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইয়ং। ৩২.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় কিউইরা। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন ইয়ং। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৪১.৩ ওভারে ১৫৮ রানে অলআউট হয় লঙ্কানরা। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, হেনরি শিপলি ও ড্যারিল মিচেল।
দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফেরার সুযোগ ছিল শ্রীলঙ্কার। তবে আজ হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডেতে কিউইদের কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা। তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ২-০ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আরও লঙ্কানদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট শ্রীলঙ্কার। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন তারা আছে ৯ নম্বরে। পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। সুপার লিগের সব ম্যাচ খেলা শ্রীলঙ্কার এখন বিশ্বকাপে উঠতে হলে কোয়ালিফায়ার খেলে উঠতে হবে। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। সেরা আটে ওঠার ক্ষেত্রে উইন্ডিজদের প্রতিদ্বন্দ্বী এখানে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রোটিয়া ও আইরিশদের পয়েন্ট ৭৮ ও ৬৮। দক্ষিণ আফ্রিকার বাকি রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ, যা আজ শুরু হয়েছে। আর আইরিশদের বাকি রয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড তাদের বাকি ম্যাচগুলো জিতলে প্রত্যেকেরই পয়েন্ট হবে ৯৮।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। ৬.১ ওভারে কিউইদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২১ রান। চ্যাড বোজ, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল আউট হয়েছেন ১, ৪ ও ৬ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্তে অবিচল থাকেন উইল ইয়ং। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক টম লাথামের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইয়ং। ৫২ বলে ৩৮ রানের জুটি গড়েন লাথাম ও ইয়ং। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন দাসুন শানাকা। এরপর পঞ্চম উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ১০৮ বলে ১০০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইয়ং। ৩২.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় কিউইরা। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন ইয়ং। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৪১.৩ ওভারে ১৫৮ রানে অলআউট হয় লঙ্কানরা। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, হেনরি শিপলি ও ড্যারিল মিচেল।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১২ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১৪ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১৪ ঘণ্টা আগে