নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবাল হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপার দৌড়ে বেশ এগিয়েছে মোহামেডান। এ সময় তাদের বড় দুঃসংবাদ—অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা বেড়ে দাঁড়িয়েছে ২ ম্যাচে।
কাল মাঠে আম্পায়ারের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে প্রাথমিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। সঙ্গে পেয়েছিলেন ৪ ডিমেরিট পয়েন্ট। কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা এবং অশোভন ভাষা ব্যবহারের কারণে তাঁর শাস্তি বেড়ে নিষেধাজ্ঞা হয়েছে দুই ম্যাচের।
ঘটনার শুরু গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, আবাহনী-মোহামেডান ম্যাচে। সপ্তম ওভারের প্রথম বলটি করেন মোহামেডানের পেসার ইবাদত হোসেন। বলটি আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে লাগলে সঙ্গে সঙ্গেই এলবিডব্লিউর জোরালো আবেদন করেন বোলার ইবাদত ও মোহামেডানের ফিল্ডাররা। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আবেদনটি নাকচ করলে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানান অধিনায়ক তাওহীদ হৃদয়। তিনি তর্কবিতর্কের এক পর্যায়ে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এই আচরণে হৃদয়কে ম্যাচ শেষে এক ম্যাচ নিষিদ্ধ করে ৪ ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। বিষয়টি সেখানেই থামেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে হৃদয় ফের আম্পায়ারদের সমালোচনা করেন। হৃদয় সৈকতের উদ্দেশে বলেন, তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। হৃদয় এও হুমকি দেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’
আইসিসির আচরণবিধি অনুযায়ী, ম্যাচ-পরবর্তী এমন মন্তব্য লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ৩৬ ঘণ্টার মধ্যে রেফারির দ্বিতীয় দফা রিপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘তাওহীদ হৃদয়ের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। তিনি জাতীয় দলের খেলোয়াড়, তার কাছ থেকে শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত। আইসিসি প্যানেল ও এলিট প্যানেলের আম্পায়ারদের সঙ্গে এমন অসংলগ্ন আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ না করে, দৃষ্টান্ত তৈরি করতে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে সব আইন মেনেই দেওয়া হয়েছে।’
তামিম ইকবাল হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপার দৌড়ে বেশ এগিয়েছে মোহামেডান। এ সময় তাদের বড় দুঃসংবাদ—অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা বেড়ে দাঁড়িয়েছে ২ ম্যাচে।
কাল মাঠে আম্পায়ারের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে প্রাথমিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। সঙ্গে পেয়েছিলেন ৪ ডিমেরিট পয়েন্ট। কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা এবং অশোভন ভাষা ব্যবহারের কারণে তাঁর শাস্তি বেড়ে নিষেধাজ্ঞা হয়েছে দুই ম্যাচের।
ঘটনার শুরু গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, আবাহনী-মোহামেডান ম্যাচে। সপ্তম ওভারের প্রথম বলটি করেন মোহামেডানের পেসার ইবাদত হোসেন। বলটি আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে লাগলে সঙ্গে সঙ্গেই এলবিডব্লিউর জোরালো আবেদন করেন বোলার ইবাদত ও মোহামেডানের ফিল্ডাররা। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আবেদনটি নাকচ করলে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানান অধিনায়ক তাওহীদ হৃদয়। তিনি তর্কবিতর্কের এক পর্যায়ে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এই আচরণে হৃদয়কে ম্যাচ শেষে এক ম্যাচ নিষিদ্ধ করে ৪ ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। বিষয়টি সেখানেই থামেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে হৃদয় ফের আম্পায়ারদের সমালোচনা করেন। হৃদয় সৈকতের উদ্দেশে বলেন, তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। হৃদয় এও হুমকি দেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’
আইসিসির আচরণবিধি অনুযায়ী, ম্যাচ-পরবর্তী এমন মন্তব্য লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ৩৬ ঘণ্টার মধ্যে রেফারির দ্বিতীয় দফা রিপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘তাওহীদ হৃদয়ের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। তিনি জাতীয় দলের খেলোয়াড়, তার কাছ থেকে শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত। আইসিসি প্যানেল ও এলিট প্যানেলের আম্পায়ারদের সঙ্গে এমন অসংলগ্ন আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ না করে, দৃষ্টান্ত তৈরি করতে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে সব আইন মেনেই দেওয়া হয়েছে।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
২ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৪ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৮ ঘণ্টা আগে