Ajker Patrika

তাসকিন-মোস্তাফিজদের সমীহ বাংলাদেশের সাবেক বোলিং কোচের

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫: ৪১
তাসকিন-মোস্তাফিজদের সমীহ বাংলাদেশের সাবেক বোলিং কোচের

চেন্নাইয়ে ম্যাচ হওয়ায় বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ, তা গতকাল জানিয়েছেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ড ব্যাটারের ভয় বাংলাদেশের স্পিনারদের। মিচেলের ভয়ের যথার্থ কারণ চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচ। এমন পিচে বাংলাদেশ কতটা ভয়ংকর, তা ভালো করেই জানা কিউইদের। 

মিচেলের ভয় শুধু সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের ঘূর্ণিতে থাকলেও শেন জার্গেনসন সমীহ করছেন তাঁর সাবেক শিষ্যদেরও। নিজ হাতে গড়া তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের পেস আক্রমণকেও যথেষ্ট চ্যালেঞ্জ মনে করছেন নিউজিল্যান্ডের বোলিং কোচ। সমীহ করার কারণটা গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসারদের সাফল্য। এ ছাড়া তাঁর সাবেক শিষ্যরা নিজেদের দিনে কতটা ভালো, সেটা কাছ থেকেই দেখেছেন তিনি। 

গতকাল চেন্নাইয়ে কিউইদের অনুশীলন শেষে জার্গেনসন বলেছেন, ‘বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ প্রমাণ করেছে তারা কতটা চ্যালেঞ্জিং দল। অতীতে ঘরের মাঠে কিংবা অ্যাওয়েতে তাদের সঙ্গে বেশ কিছু কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমাদের। তাই কোনো সন্দেহ নেই এবারের ম্যাচটিও আমাদের জন্য কঠিন না হওয়ার। তাদের পেস আক্রমণের অনেক উন্নতি হয়েছে। তারা স্পিনারদের দুর্দান্তভাবে সহায়তা করছে। গত কয়েক বছরের পারফরম্যান্স মনে রেখেই বলছি।’ 

বাংলাদেশকে যেমন সমীহ করছেন, তেমনি চেন্নাইয়ে নিজেদের সুবিধাও দেখছেন জার্গেনসন। সুবিধাটা হচ্ছে, নিউজিল্যান্ডের বেশ কিছু খেলোয়াড় আইপিএলে নিয়মিত খেলায় কন্ডিশন সম্পর্কে অবগত থাকা। বাংলাদেশের সাবেক বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম এই ম্যাচগুলো কঠিন হতে চলেছে। আমাদের জন্য সুবিধা হচ্ছে, বেশ কিছু খেলোয়াড় আছে, যারা আইপিএল ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। উপমহাদেশে ভালো খেলার কিছু অভিজ্ঞতা আছে আমাদের। মনে করি নিজেদের সেরা প্রস্তুতির জন্য সব রকম সুযোগই পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত