এ মাসের শুরুতেই জানা গিয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও বাংলাদেশ ১২ টেস্ট খেলারই সুযোগ পাবে। কাল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় চক্র ঘোষণা করেছে আইসিসি। তবে টেস্টের সংখ্যা জানায়নি। ক্রিকইনফো অবশ্য জানিয়েছিল, এই চক্রে সর্বোচ্চ ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড।
অন্য দলগুলোর তুলনায় এই চক্রে সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজগুলো খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল।
অন্য দলগুলোর তুলনায় টেস্টের সংখ্যা কম হলেও আইসিসির এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আইসিসির কাছে আমাদের চাওয়া ছিল আরও বেশি টেস্ট খেলতে চাই। সেটিই নিশ্চিত করা হয়েছে। আগের তুলনায় বরং টেস্টের সংখ্যায় ভারসাম্য এসেছে। আগে কোনো বছরে সাতটা, কোনো বছরে তিনটা টেস্ট থাকত। এখন গড়ে ভালো সংখ্যায় টেস্ট থাকে। ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার টেস্টের সংখ্যা বেশি থাকে অ্যাশেজের মতো সিরিজ (৫ টেস্টের সিরিজ) থাকায়।’
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট, ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট।
এ মাসের শুরুতেই জানা গিয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও বাংলাদেশ ১২ টেস্ট খেলারই সুযোগ পাবে। কাল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় চক্র ঘোষণা করেছে আইসিসি। তবে টেস্টের সংখ্যা জানায়নি। ক্রিকইনফো অবশ্য জানিয়েছিল, এই চক্রে সর্বোচ্চ ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড।
অন্য দলগুলোর তুলনায় এই চক্রে সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজগুলো খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল।
অন্য দলগুলোর তুলনায় টেস্টের সংখ্যা কম হলেও আইসিসির এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আইসিসির কাছে আমাদের চাওয়া ছিল আরও বেশি টেস্ট খেলতে চাই। সেটিই নিশ্চিত করা হয়েছে। আগের তুলনায় বরং টেস্টের সংখ্যায় ভারসাম্য এসেছে। আগে কোনো বছরে সাতটা, কোনো বছরে তিনটা টেস্ট থাকত। এখন গড়ে ভালো সংখ্যায় টেস্ট থাকে। ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার টেস্টের সংখ্যা বেশি থাকে অ্যাশেজের মতো সিরিজ (৫ টেস্টের সিরিজ) থাকায়।’
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট, ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট।
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১০ মিনিট আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
২৬ মিনিট আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগে