স্কটল্যান্ডের বিপক্ষে গতকাল জয় নিশ্চিতের পরই শুরু হয় বাংলাদেশ নারী ক্রিকেটারদের উদ্যাপন। শারজায় সৃষ্টি হয় আবেগঘন এক মুহূর্তেরও। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আবেগপ্রবণ হয়ে পড়েন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশা, এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে।
১৬ রানের জয়টা গতকাল শুধু জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই জয় ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১০ বছর পর জয়। এ ছাড়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে হলেও মূল আয়োজক বাংলাদেশ। মরুর দেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গেছেন আসিফ মাহমুদ, বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ আরও অনেকে। সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, ‘আজকের খেলা দেখার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফলতার ব্যাপারে আশাবাদী। আমি মূলত এসেছি যেহেতু এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। বিশেষ পরিস্থিতির কারণে আমরা পারিনি।’
শারজার আগে দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ। তাদের মতো অবকাঠামো বাংলাদেশেও করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সাংবাদিকদের গতকাল শারজায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ যে আয়োজক, সেটার একটা দাম আছে দুবাইয়ে। যেহেতু আমরা আয়োজক, তাই ঘুরে দেখলাম। একই সঙ্গে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি। এখানকার যে ক্রীড়া অবকাঠামো, সেটা বাংলাদেশে আমরা কীভাবে করতে পারি, সেই শিক্ষাটা নিতেই মূলত (আমিরাতে আসা)।’
নারী ক্রিকেট দল অবহেলিত—এই প্রশ্ন গতকাল শারজায় করা হয়েছে আসিফ মাহমুদকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তখন সাংবাদিকদের বলেন, ‘নারী ক্রিকেট দল যে অবহেলিত থাকবে না, সেটা আপনারা হয়তো আমার এখানে উপস্থিতি দেখেই বুঝতে পারবেন। নারী ক্রিকেট দলের অর্জন তুলনামূলকভাবে যেহেতু বেশি এবং আমরা আশা করছি, এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে। সামনের দিনগুলোতে যেন তাদের (নারী) যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি, এই অভিযোগটা (অবহেলা) যেন না আসে, সেজন্য আমরা কাজ করব।’
ক্রীড়াঙ্গনের উন্নতিতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে বলে মনে করেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘খেলাধুলা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা শুরু থেকেই বলেছি, প্রান্তিক বা তৃণমূল পর্যায় থেকে উঠে আসতে হবে। এটা টপ-টু-বটম হলে হবে না। কাজ করতে হবে বটম-আপ প্রক্রিয়ায়।’
স্কটল্যান্ডের বিপক্ষে গতকাল জয় নিশ্চিতের পরই শুরু হয় বাংলাদেশ নারী ক্রিকেটারদের উদ্যাপন। শারজায় সৃষ্টি হয় আবেগঘন এক মুহূর্তেরও। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আবেগপ্রবণ হয়ে পড়েন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশা, এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে।
১৬ রানের জয়টা গতকাল শুধু জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই জয় ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১০ বছর পর জয়। এ ছাড়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে হলেও মূল আয়োজক বাংলাদেশ। মরুর দেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গেছেন আসিফ মাহমুদ, বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ আরও অনেকে। সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, ‘আজকের খেলা দেখার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফলতার ব্যাপারে আশাবাদী। আমি মূলত এসেছি যেহেতু এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। বিশেষ পরিস্থিতির কারণে আমরা পারিনি।’
শারজার আগে দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ। তাদের মতো অবকাঠামো বাংলাদেশেও করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সাংবাদিকদের গতকাল শারজায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ যে আয়োজক, সেটার একটা দাম আছে দুবাইয়ে। যেহেতু আমরা আয়োজক, তাই ঘুরে দেখলাম। একই সঙ্গে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি। এখানকার যে ক্রীড়া অবকাঠামো, সেটা বাংলাদেশে আমরা কীভাবে করতে পারি, সেই শিক্ষাটা নিতেই মূলত (আমিরাতে আসা)।’
নারী ক্রিকেট দল অবহেলিত—এই প্রশ্ন গতকাল শারজায় করা হয়েছে আসিফ মাহমুদকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তখন সাংবাদিকদের বলেন, ‘নারী ক্রিকেট দল যে অবহেলিত থাকবে না, সেটা আপনারা হয়তো আমার এখানে উপস্থিতি দেখেই বুঝতে পারবেন। নারী ক্রিকেট দলের অর্জন তুলনামূলকভাবে যেহেতু বেশি এবং আমরা আশা করছি, এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে। সামনের দিনগুলোতে যেন তাদের (নারী) যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি, এই অভিযোগটা (অবহেলা) যেন না আসে, সেজন্য আমরা কাজ করব।’
ক্রীড়াঙ্গনের উন্নতিতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে বলে মনে করেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘খেলাধুলা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা শুরু থেকেই বলেছি, প্রান্তিক বা তৃণমূল পর্যায় থেকে উঠে আসতে হবে। এটা টপ-টু-বটম হলে হবে না। কাজ করতে হবে বটম-আপ প্রক্রিয়ায়।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৭ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৯ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৩ ঘণ্টা আগে