প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা। আজকের আজ পর্যন্ত একটাই আক্ষেপ ছিল, টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জিততে না পারা। অস্ট্রেলিয়ানদের সেই আক্ষেপ ঘোচাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের কাছেই রেখেছেন।
তবে বিশ্বকাপের আগে ওয়ার্নারের সময়টা এতটা মধুর ছিল না। এমন না যে তিনি ফর্মে ছিলেন না। এ বছর কোনো টি-টোয়েন্টি না খেললেও বিশ্বকাপের আসার আগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে এসে যেন সব গুবলেট পাকিয়ে ফেলেন। ফর্ম হারানোর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারান। বাদ পড়ে যান একাদশ থেকেও।
একাদশ থেকে বাদ পড়ে দলের ড্রেসিংরুমেও জায়গা পাননি। সব অভিমান আর ক্ষোভ যেন বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছিলেন। অভিমানগুলো যে রান হয়ে ফুটবে ওয়ার্নার ছাড়া কেউ হয়তো বিশ্বাস করেননি। আরেকজন করেছিলেন, তিনি শেন ওয়ার্ন। এবারের বিশ্বকাপ মাতাবেন ওয়ার্নার, এমন বার্তা আগেই ছড়িয়ে দিয়েছিলেন এই লেগ স্পিন কিংবদন্তি। নিজেকে, দলকে, ওয়ার্নকে-কাউকেই হতাশ করেননি।
সেমিফাইনাল-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দুই ম্যাচসহ পুরো বিশ্বকাপেই আলো ছড়িয়েছেন ওয়ার্নার। বাবর আজম থেকে ১৪ রান কম নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৮৯) তিনি। রানে বাবরের চেয়ে পিছিয়ে থাকলেও টুর্নামেন্টের সেরা হয়ে সেই হতাশা আর রাখেননি। বিশ্বকাপের জয়ের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি সব সময় দারুণ অনুভব করি। বিশ্বকাপটা আমার জন্য ছিল নিজের বেসিকে ফিরে যাওয়া, পরিশ্রম করে যাওয়া। ফাইনালের চাপ ছিল, কিন্তু ছেলেরা দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টিতে এর আগে একবারই ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। ২০১০ সালে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল অজিরা। এবার বিশ্বকাপ জয়ের মুহূর্তে সেদিনের কথা স্মরণ করে ওয়ার্নার বলেছেন, ‘এক যুগ আগে ইংল্যান্ডের কাছে হারাটা দারুণ বেদনার ছিল। দুর্দান্ত একটা দল তখনো ছিল।’
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা। আজকের আজ পর্যন্ত একটাই আক্ষেপ ছিল, টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জিততে না পারা। অস্ট্রেলিয়ানদের সেই আক্ষেপ ঘোচাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের কাছেই রেখেছেন।
তবে বিশ্বকাপের আগে ওয়ার্নারের সময়টা এতটা মধুর ছিল না। এমন না যে তিনি ফর্মে ছিলেন না। এ বছর কোনো টি-টোয়েন্টি না খেললেও বিশ্বকাপের আসার আগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে এসে যেন সব গুবলেট পাকিয়ে ফেলেন। ফর্ম হারানোর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারান। বাদ পড়ে যান একাদশ থেকেও।
একাদশ থেকে বাদ পড়ে দলের ড্রেসিংরুমেও জায়গা পাননি। সব অভিমান আর ক্ষোভ যেন বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছিলেন। অভিমানগুলো যে রান হয়ে ফুটবে ওয়ার্নার ছাড়া কেউ হয়তো বিশ্বাস করেননি। আরেকজন করেছিলেন, তিনি শেন ওয়ার্ন। এবারের বিশ্বকাপ মাতাবেন ওয়ার্নার, এমন বার্তা আগেই ছড়িয়ে দিয়েছিলেন এই লেগ স্পিন কিংবদন্তি। নিজেকে, দলকে, ওয়ার্নকে-কাউকেই হতাশ করেননি।
সেমিফাইনাল-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দুই ম্যাচসহ পুরো বিশ্বকাপেই আলো ছড়িয়েছেন ওয়ার্নার। বাবর আজম থেকে ১৪ রান কম নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৮৯) তিনি। রানে বাবরের চেয়ে পিছিয়ে থাকলেও টুর্নামেন্টের সেরা হয়ে সেই হতাশা আর রাখেননি। বিশ্বকাপের জয়ের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি সব সময় দারুণ অনুভব করি। বিশ্বকাপটা আমার জন্য ছিল নিজের বেসিকে ফিরে যাওয়া, পরিশ্রম করে যাওয়া। ফাইনালের চাপ ছিল, কিন্তু ছেলেরা দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টিতে এর আগে একবারই ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। ২০১০ সালে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল অজিরা। এবার বিশ্বকাপ জয়ের মুহূর্তে সেদিনের কথা স্মরণ করে ওয়ার্নার বলেছেন, ‘এক যুগ আগে ইংল্যান্ডের কাছে হারাটা দারুণ বেদনার ছিল। দুর্দান্ত একটা দল তখনো ছিল।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৩ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৭ ঘণ্টা আগে