প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা। আজকের আজ পর্যন্ত একটাই আক্ষেপ ছিল, টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জিততে না পারা। অস্ট্রেলিয়ানদের সেই আক্ষেপ ঘোচাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের কাছেই রেখেছেন।
তবে বিশ্বকাপের আগে ওয়ার্নারের সময়টা এতটা মধুর ছিল না। এমন না যে তিনি ফর্মে ছিলেন না। এ বছর কোনো টি-টোয়েন্টি না খেললেও বিশ্বকাপের আসার আগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে এসে যেন সব গুবলেট পাকিয়ে ফেলেন। ফর্ম হারানোর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারান। বাদ পড়ে যান একাদশ থেকেও।
একাদশ থেকে বাদ পড়ে দলের ড্রেসিংরুমেও জায়গা পাননি। সব অভিমান আর ক্ষোভ যেন বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছিলেন। অভিমানগুলো যে রান হয়ে ফুটবে ওয়ার্নার ছাড়া কেউ হয়তো বিশ্বাস করেননি। আরেকজন করেছিলেন, তিনি শেন ওয়ার্ন। এবারের বিশ্বকাপ মাতাবেন ওয়ার্নার, এমন বার্তা আগেই ছড়িয়ে দিয়েছিলেন এই লেগ স্পিন কিংবদন্তি। নিজেকে, দলকে, ওয়ার্নকে-কাউকেই হতাশ করেননি।
সেমিফাইনাল-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দুই ম্যাচসহ পুরো বিশ্বকাপেই আলো ছড়িয়েছেন ওয়ার্নার। বাবর আজম থেকে ১৪ রান কম নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৮৯) তিনি। রানে বাবরের চেয়ে পিছিয়ে থাকলেও টুর্নামেন্টের সেরা হয়ে সেই হতাশা আর রাখেননি। বিশ্বকাপের জয়ের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি সব সময় দারুণ অনুভব করি। বিশ্বকাপটা আমার জন্য ছিল নিজের বেসিকে ফিরে যাওয়া, পরিশ্রম করে যাওয়া। ফাইনালের চাপ ছিল, কিন্তু ছেলেরা দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টিতে এর আগে একবারই ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। ২০১০ সালে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল অজিরা। এবার বিশ্বকাপ জয়ের মুহূর্তে সেদিনের কথা স্মরণ করে ওয়ার্নার বলেছেন, ‘এক যুগ আগে ইংল্যান্ডের কাছে হারাটা দারুণ বেদনার ছিল। দুর্দান্ত একটা দল তখনো ছিল।’
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা। আজকের আজ পর্যন্ত একটাই আক্ষেপ ছিল, টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জিততে না পারা। অস্ট্রেলিয়ানদের সেই আক্ষেপ ঘোচাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের কাছেই রেখেছেন।
তবে বিশ্বকাপের আগে ওয়ার্নারের সময়টা এতটা মধুর ছিল না। এমন না যে তিনি ফর্মে ছিলেন না। এ বছর কোনো টি-টোয়েন্টি না খেললেও বিশ্বকাপের আসার আগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে এসে যেন সব গুবলেট পাকিয়ে ফেলেন। ফর্ম হারানোর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারান। বাদ পড়ে যান একাদশ থেকেও।
একাদশ থেকে বাদ পড়ে দলের ড্রেসিংরুমেও জায়গা পাননি। সব অভিমান আর ক্ষোভ যেন বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছিলেন। অভিমানগুলো যে রান হয়ে ফুটবে ওয়ার্নার ছাড়া কেউ হয়তো বিশ্বাস করেননি। আরেকজন করেছিলেন, তিনি শেন ওয়ার্ন। এবারের বিশ্বকাপ মাতাবেন ওয়ার্নার, এমন বার্তা আগেই ছড়িয়ে দিয়েছিলেন এই লেগ স্পিন কিংবদন্তি। নিজেকে, দলকে, ওয়ার্নকে-কাউকেই হতাশ করেননি।
সেমিফাইনাল-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দুই ম্যাচসহ পুরো বিশ্বকাপেই আলো ছড়িয়েছেন ওয়ার্নার। বাবর আজম থেকে ১৪ রান কম নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৮৯) তিনি। রানে বাবরের চেয়ে পিছিয়ে থাকলেও টুর্নামেন্টের সেরা হয়ে সেই হতাশা আর রাখেননি। বিশ্বকাপের জয়ের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি সব সময় দারুণ অনুভব করি। বিশ্বকাপটা আমার জন্য ছিল নিজের বেসিকে ফিরে যাওয়া, পরিশ্রম করে যাওয়া। ফাইনালের চাপ ছিল, কিন্তু ছেলেরা দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টিতে এর আগে একবারই ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। ২০১০ সালে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল অজিরা। এবার বিশ্বকাপ জয়ের মুহূর্তে সেদিনের কথা স্মরণ করে ওয়ার্নার বলেছেন, ‘এক যুগ আগে ইংল্যান্ডের কাছে হারাটা দারুণ বেদনার ছিল। দুর্দান্ত একটা দল তখনো ছিল।’
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৪ ঘণ্টা আগে