Ajker Patrika

ডিপিএলেই রেকর্ড বোলিং শরীফুলের, সোহানের সেঞ্চুরির আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২২: ২২
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা বোলিং করলেন শরীফুল ইসলাম। ছবি: সৌজন্য
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা বোলিং করলেন শরীফুল ইসলাম। ছবি: সৌজন্য

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আয়েশি জয়ই পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডির ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবু সোহানের একটা আক্ষেপ রয়েই গেল। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেটা করতে পারলেন না ধানমন্ডি অধিনায়ক।

বিকেএসপির চার নম্বর মাঠে আজ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি সোহান। তিন অঙ্ক ছুঁতে না পারলেও তাঁর ইনিংসে ভেস্তে গেছে রূপগঞ্জ টাইগার্সের নাসির হোসেন (৭৭) ও আসাদুল্লাহ আল গালিবের (৬৭) জোড়া ফিফটি। অন্যদিকে মিরপুরে শরীফুল ইসলাম ৪০ রানে নিয়েছেন ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এবারই প্রথমবার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন শরীফুল।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধানমন্ডি অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ২৮০ রান। ৮৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করেছেন নাসির। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেন আসাদুল্লাহ আল গালিব। ধানমন্ডির ফজলে মাহমুদ রাব্বি নিয়েছেন ৩ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৫৯ রান। একটি করে উইকেট পেয়েছেন এনামুল হক আনাম, মঈন খান, সানজামুল ইসলাম ও জিয়াউর রহমান।

২৮১ রানের লক্ষ্যে নামা ধানমন্ডিকে বিধ্বংসী শুরু এনে দেন দুই ওপেনার আজমীর আহমেদ ও হাবিবুর রহমান সোহান। ৭.৪ ওভারে বিনা উইকেটে ৫৮ রান করে ধানমন্ডি। অষ্টম ওভারের পঞ্চম বলে আজমীরকে ফিরিয়ে জুটি ভাঙেন জীবন। ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন ধানমন্ডির এই ওপেনার।

দুই ওভার পর আরেক ওপেনার হাবিবুরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাসির। ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন হাবিবুর। দুই ওপেনারের দ্রুত বিদায়ে ৯.৫ ওভারে ২ উইকেটে ৭৫ রানে পরিণত হয় ধানমন্ডি। এরপর ব্যাটিংয়ে নামেন দলটির অধিনায়ক সোহান। তৃতীয় উইকেটে রাব্বির সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। ৩৩তম ওভারের তৃতীয় বলে রাব্বিকে (৪৭) ফিরিয়ে জুটি ভাঙেন নুহায়েল সানদিদ। একই ওভারের শেষ বলে সানদিদ ফেরান সানজামুলকে।

সানদিদের জোড়া ধাক্কায় ৩৩ ওভারে ৪ উইকেটে ১৮৩ রানে পরিণত হয় ধানমন্ডি। পঞ্চম উইকেটে ইয়াসির আলী চৌধুরী রাব্বির সঙ্গে ৭৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। সেঞ্চুরি থেকে সোহান তখন ৩ রান দূরে। আর ধানমন্ডির প্রয়োজন ২৩ রান। হাতে ৬ উইকেট। সোহানকে তিন অঙ্ক ছুঁতে দেননি সানদিদ। ধানমন্ডি অধিনায়ক ৯৫ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৯৭ রান।

সোহান সেঞ্চুরি মিস করলেও বাকি পথ নিরাপদে পাড়ি দিয়েছে ধানমন্ডি। ষষ্ঠ উইকেটে ইয়াসির ও মঈন গড়েছেন ২৬ রানের অবিচ্ছেদ্য জুটি। ৪০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন ইয়াসির। ৪৭.১ ওভারে ৫ উইকেটে ২৮৪ রান করে ধানমন্ডি।

মিরপুরে আজ লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ হয়েছে হাড্ডাহাড্ডি। টস হেরে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করেছে। ২৭৮ রানের লক্ষ্যে নেমে ৯ রানেই ২ উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। তৃতীয় ওভারের প্রথম দুই বলেই শরীফুল ২ উইকেট নিয়েছেন। তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মাহফিজুল ইসলাম রবিন ও আইচ মোল্লা। ৪৭ রান করা আইচকে ফিরিয়ে জুটি ভাঙেন শরীফুল।

একপ্রান্ত আগলে রেখে রবিন সাবলীলভাবে খেলতে থাকেন। তবে ব্রাদার্স ইউনিয়নের এই ওপেনার ফিরতেই ধস নামতে শুরু করে ইনিংসে। ১০৮ বলে ৭ চারে করেছেন ৭৬ রান। ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ৪৭.৪ ওভারে ৯ উইকেটে ২৪৬ রানে পরিণত হয় দলটি। ৪৮তম ওভারের চতুর্থ বলে ইয়াসির আরাফাত মিশুকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট নিয়েছেন শরীফুল। ১০ ওভারে ৪০ রানে শরীফুল নিয়েছেন ৬ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। তবে ৪৮.৪ ওভারে ব্রাদার্স ৯ উইকেটে ২৬০ রান করার পর বৃষ্টির বাগড়ায় থেমে যায় ম্যাচ। বৃষ্টি আইনে ১০ রানে জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।ম্যাচসেরা হয়েছেন শরীফুল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ হয়েছে একতরফা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ৩০২ রান। গাজীর তিন ব্যাটার এনামুল হক বিজয় (৭৮), সাব্বির হোসেন শিকদার (৬৪*) ও শামীম মিয়া (৫৩) ফিফটি করেছেন। জবাবে ৩১.৫ ওভারে ৯ উইকেটে ১৩২ রানে থেমে যায় পারটেক্স। মোহর শেখ ব্যাটিংয়ে নামতে না পারায় পারটেক্স হেরে যায় ১৭০ রানে। ম্যাচসেরা হয়েছেন শামীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত