Ajker Patrika

নৌকার শম্ভুর পক্ষে টাকা বিতরণ: সেই প্যানেল মেয়রকে শোকজ

বরগুনা প্রতিনিধি
Thumbnail image

বরগুনার আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি। নোটিশে, ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত বক্তব্য দাখিল করতে বলা হয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ডিসেম্বর রাতে ‘অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নৌকা মার্কায় ভোট দিন’ এমন একটি ব্যানার টাঙিয়ে কিছু নারীকে টাকা বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর আমতলী চাওড়া ইউনিয়নে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জনসভায় অংশগ্রহণের জন্য ওই নারীদের টাকা বিতরণ করেছেন মর্মে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ এসেছে। টাকা বিতরণের ভিডিওচিত্র নির্বাচন অনুসন্ধান কমিটির হাতে আসার পর অভিযোগ তদন্তে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, ২০/২৫ জন নারীকে কম্বল কিনতে ও কয়েকজন পুরুষকে শম্ভুর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার জন্য খাবার খরচ বাবদ ১০০ টাকা করে বিতরণ করা হয়েছে। 

বিষয়টি নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮–এর ১১ (ঙ) বিধি লঙ্ঘন। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছে অনুসন্ধান কমিটি। 

শোকজের বিষয়টি নিশ্চিত করে বরগুনা–১ আসনে নৌকার প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী এম মজিবুল হক কিসলু বলেন, ‘প্যানেল মেয়কে শোকজ করা নোটিশ পেয়েছি। এরই মধ্যে তাঁর পক্ষে আমি লিখিত জবাবও দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত