নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোজ্যতেলের দামের ক্রমাগত ঊর্ধ্বগতির লাগাম টেনে না ধরতে পারলে এই সরকারের আর দরকার নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শনিবার ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দাম কমানো এবং ভোজ্যতেল নিয়ে কারসাজি সৃষ্টিকারী, সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তির আওতায় আনার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তারা বলেন, বিনা ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণের ওপর শোষণ চালিয়ে যাচ্ছে। খাদ্যদ্রব্যের মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রুখতে রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের মজুত গড়ে তুলে রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকানের মধ্য দিয়ে তা বিক্রির আহ্বান জানান বক্তারা।
শনিবার সারা দেশে ৫০টি জেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ব্যবসায়ীরা যেসব পণ্য আমদানি করেন সেগুলো রাষ্ট্রীয়ভাবে আমদানি করেন, মজুত গড়ে তোলেন। ব্যবসায়ীরা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি না করলে ন্যায্যমূল্যের দোকান খুলে রাষ্ট্রীয়ভাবে বিক্রি করেন। তারপরও যদি তেলের দাম এই সরকার কমাতে না পারে তাহলে এই সরকারের আর দরকার নাই।’
সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবকিছুর দাম রেকর্ড ছুঁয়েছে। গণতন্ত্র হরণ, লুটপাট, দুর্নীতি ছাড়া আর কি পেলাম আমরা? এমপিদের বেশির ভাগ গ্রুপ অব কোম্পানির মালিক। এরাই সিন্ডিকেট তৈরি করে। শেয়ারবাজার কেলেঙ্কারির সবচেয়ে হোতা সালমান এফ রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দাম বাড়ানোর আগে দুই পক্ষের সঙ্গে আলাপ করা হয়নি কেন? কম দামে বিক্রি করলে ব্যবসায়ীদের ক্ষতি হবে এটা ব্যবসায়ীদের কাছে শুনল। কিন্তু যারা আমরা কিনে খাই, কত দামে কিনলে আমাদের পোষাবে তা কেন শোনা হলো না? সিন্ডিকেট আর ব্যবসায়ীদের স্বার্থে যে সরকার চলে সেটা সিন্ডিকেটের সরকার।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলিস্তানের জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদার সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আখতার প্রমুখ।
ভোজ্যতেলের দামের ক্রমাগত ঊর্ধ্বগতির লাগাম টেনে না ধরতে পারলে এই সরকারের আর দরকার নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শনিবার ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দাম কমানো এবং ভোজ্যতেল নিয়ে কারসাজি সৃষ্টিকারী, সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তির আওতায় আনার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তারা বলেন, বিনা ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণের ওপর শোষণ চালিয়ে যাচ্ছে। খাদ্যদ্রব্যের মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রুখতে রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের মজুত গড়ে তুলে রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকানের মধ্য দিয়ে তা বিক্রির আহ্বান জানান বক্তারা।
শনিবার সারা দেশে ৫০টি জেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ব্যবসায়ীরা যেসব পণ্য আমদানি করেন সেগুলো রাষ্ট্রীয়ভাবে আমদানি করেন, মজুত গড়ে তোলেন। ব্যবসায়ীরা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি না করলে ন্যায্যমূল্যের দোকান খুলে রাষ্ট্রীয়ভাবে বিক্রি করেন। তারপরও যদি তেলের দাম এই সরকার কমাতে না পারে তাহলে এই সরকারের আর দরকার নাই।’
সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবকিছুর দাম রেকর্ড ছুঁয়েছে। গণতন্ত্র হরণ, লুটপাট, দুর্নীতি ছাড়া আর কি পেলাম আমরা? এমপিদের বেশির ভাগ গ্রুপ অব কোম্পানির মালিক। এরাই সিন্ডিকেট তৈরি করে। শেয়ারবাজার কেলেঙ্কারির সবচেয়ে হোতা সালমান এফ রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দাম বাড়ানোর আগে দুই পক্ষের সঙ্গে আলাপ করা হয়নি কেন? কম দামে বিক্রি করলে ব্যবসায়ীদের ক্ষতি হবে এটা ব্যবসায়ীদের কাছে শুনল। কিন্তু যারা আমরা কিনে খাই, কত দামে কিনলে আমাদের পোষাবে তা কেন শোনা হলো না? সিন্ডিকেট আর ব্যবসায়ীদের স্বার্থে যে সরকার চলে সেটা সিন্ডিকেটের সরকার।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলিস্তানের জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদার সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আখতার প্রমুখ।
জার্মান রাষ্ট্রদূত ম্যাথিয়াস লুটেনবার্গের বিদায় উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেছাত্ররা যদি কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়, তাহলে দেশের ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগেচোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।
১৬ ঘণ্টা আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।
১৮ ঘণ্টা আগে