Ajker Patrika

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯: ৫৩
কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত জনসমাবেশে আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা
কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত জনসমাবেশে আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, এই সনদের সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে।

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে দেশের প্রতিটি মানুষকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।’ তিনি উল্লেখ করেন, যুগে যুগে বাংলাদেশের মানুষ যে বঞ্চনার শিকার হয়েছে, তা থেকে মুক্তির জন্যই শহীদেরা জীবন দিয়েছেন।

তিনি বলেন, তাঁর দল এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, বিহারি, চাকমা, সাঁওতাল—সবার মধ্যে কোনো পার্থক্য করা হবে না।

এনসিপির সদস্যসচিব বলেন, তাঁর দল বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলছে। তিনি বলেন, ‘যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে জবাবদিহি করেনি। আমরা এমন এক রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতা হস্তান্তরের সময় একদলীয় কর্তৃত্ব, ব্যক্তিবাদ এবং প্রশাসনের দলীয়করণ দেখা গেছে।’ কিন্তু নতুন বাংলাদেশে তাঁরা আর এটি দেখতে চান না। তিনি বলেন, ‘মৌলিক সংস্কারের জন্যই দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে রক্ষা করতে হবে। বিচার বিভাগ কোনো দলের কর্তৃত্বের অধীনে থাকবে না এবং সচিবালয়ে প্রণীত নীতি জনস্বার্থের পক্ষে হতে হবে।’

আখতার হোসেন বলেন, ‘মৌলিক সংস্কারের ভিত্তিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এই কমিশন থেকে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিটি কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত