Ajker Patrika

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০০: ২৮
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ রোববার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, এপিএস সাগর হোসাইনকে হাসপাতালে স্বাগত জানান শফিকুর রহমানের ছোট ভাই এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

এপিএস সাগর হোসাইনকে হাসপাতালে স্বাগত জানান ডা. শফিকুর রহমানের ছোট ভাই ও সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত
এপিএস সাগর হোসাইনকে হাসপাতালে স্বাগত জানান ডা. শফিকুর রহমানের ছোট ভাই ও সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

এপিএস সাগর হোসাইন জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতের আমির শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রাষ্ট্রপতির পক্ষ থেকে খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ওপেন হার্ট সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার সকালে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত