Ajker Patrika

প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি আর নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০০: ১৬
ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের মানুষ বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি আর চায় না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে রাজনৈতিক দলগুলোর কাছে এখন জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন।

আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেছে সংগঠনটি।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন।’ তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘কথামালার রাজনীতি নয়, চলুন, আমরা শুরু করি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।’

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

তরুণ প্রজন্মের উদ্দেশে তারেক বলেন, ‘তোমরাসহ তোমাদের মতন তোমাদের সহপাঠী, তোমাদের সহকর্মী, যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে, তোমাদের সেই ভূমিকা পালন করতে হবে, সেটি জ্ঞানে-বিজ্ঞানে হোক, শিক্ষা-দীক্ষায় হোক, মেধা-মননে হোক, নিজেদের গড়ে তুলতে হবে। শুধু নিজেদের গড়ে তুললে চলবে না; নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি আগামী দিনের নীতি, ধর্মীয়, সামাজিক মূল্যবোধে মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি, কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার রাজনীতি। মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত