উপসম্পাদকীয়
হিমালয়ের চূড়ায় যাওয়ার স্বপ্ন দেখতেন অনেকেই, কিন্তু বাস্তবে যাঁরা ওঠেন, তাঁদের মধ্যে সাধারণত রাজনীতিবিদ দেখা যায় না। তবে একবার ব্যতিক্রম হলো। ৯ জন মার্কিন পণ্ডিত আর একজন বাংলাদেশি রাজনীতিবিদ রওনা দিলেন হিমালয় জয় করতে। পথে শুরু হলো দড়ির নাটক। একটা পুরোনো, ক্ষয়ে যাওয়া দড়িতে ঝুলে আছেন দশজন। একজনকে ফেলতেই হবে, না হলে সবাই পড়বেন অতল গহ্বরে।
৯ জন মার্কিন পণ্ডিত মিলে ঠিক করলেন, ‘ওই যে বাংলাদেশের রাজনীতিবিদ, ওকেই ফেলতে হবে!’ রাজনীতিবিদ বোঝেন, এ দেশে আবেগই শেষ হাতিয়ার। শুরু করলেন বক্তৃতা—‘প্রিয় পণ্ডিতগণ, আপনারা মানবসভ্যতার আলোকবর্তিকা। আমার মতন গরিব দেশের তুচ্ছ এক রাজনীতিবিদের জীবন আপনাদের তুলনায় কিছুই নয়। আমি ধন্য হব যদি আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি...’
বক্তৃতা এত আবেগপূর্ণ হলো যে পণ্ডিতরা হাততালি দিতে গিয়ে নিজেরাই দড়ি থেকে হাত ছেড়ে দিলেন। রাজনীতিবিদ চূড়ায় উঠলেন। পরে বললেন, ‘বক্তৃতা দিয়ে যদি জীবন বাঁচানো যায়, তাহলে গরিবের ভোটের কেন দরকার?’
আরেক দিন, সেই রাজনীতিবিদ তাঁর ছেলেকে বলছেন, ‘তুমি প্রতিদিন মিথ্যা বলো, চালাকি করো। জানো এর পরিণাম কী?’
ছেলে মাথা চুলকে উত্তর দিল, ‘জানি বাবা, তখন আমাকে আজীবন মন্ত্রী হয়ে থাকতে হবে...’
২.
একজন কমিউনিস্ট নেতা জনসভায় গলা উঁচিয়ে বলছেন, ‘সমাজতন্ত্র আসছে, দরজায় কড়া নাড়ছে! তখন আমাদের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, আইফোন সব থাকবে!’
পেছন থেকে কেউ চিৎকার করে জিজ্ঞেস করল, ‘আর আমাদের?’
কমরেড নেতা বললেন, ‘তোমরা তো শ্রমিক শ্রেণি, তোমাদের জন্য থাকবে গর্ব!’
৩.
এক সাংবাদিক একজন রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করলেন, ‘আপনারা তো সব সময় মিথ্যা বলেন। ছোট মিথ্যা আর বড় মিথ্যার পার্থক্য কী?’ রাজনীতিবিদ হেসে উত্তর দিলেন, ‘ছোট মিথ্যা হলো—আপনার বাসায় এসেছি চা খেতে। আর বড় মিথ্যা হলো—জনগণের কল্যাণে কাজ করছি!’
৪.
এক আন্তর্জাতিক চিকিৎসা সেমিনারে তিন দেশের ডাক্তার তাঁদের সাফল্যের কীর্তি বলছিলেন।
ইংল্যান্ডের ডাক্তার বললেন, ‘আমরা এক পা-না-থাকা শিশুকে কৃত্রিম পা লাগিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন বানিয়েছি!’
জার্মানির ডাক্তার বললেন, ‘আমরা দুটো হাত না-থাকা শিশুকে মুষ্টিযোদ্ধা বানিয়েছি!’
বাংলাদেশের ডাক্তার হাসতে হাসতে বললেন, ‘আমরা একবার দুই শিশুর মাথায় মগজ না পেয়ে সেখানে গোবর ভরে দিয়েছিলাম। এখন দেখছি, দুজনই দেশের শীর্ষপদে বসে আছে—একজন চায়ের দাম ঠিক করে, আরেকজন ভবিষ্যৎ ঠিক করে!’
৫.
গোরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে যেভাবে উত্তর দেন।
প্রশ্ন: সেদিন সংসদে আপনাকে বিরোধী দলের পক্ষ থেকে গালাগাল করা হলো কেন?
মন্ত্রী: আমি জানি না।
প্রশ্ন: আপনার বেকার ছেলের কোটি টাকার গাড়ি হলো কীভাবে?
মন্ত্রী: এটা আমার জানা নেই। আমি খোঁজ
নিয়ে দেখব।
প্রশ্ন: আপনার স্ত্রীর নামে মালয়েশিয়ায় তিনটি আলিসান বাড়ি আছে?
মন্ত্রী: এ প্রশ্নের উত্তর আমার স্ত্রী দিতে পারবেন। আমি জানি না।
প্রশ্ন: আপনি ঠিক কী জানেন?
মন্ত্রী: ‘আমি দায়িত্ব পালন করতে জানি, আপনার প্রশ্নের উত্তর দিতে জানি না।’
৬.
এক মন্ত্রীসাহেব প্রতিদিন নতুন কোনো সড়ক, ব্রিজ, ভবন বা টয়লেট উদ্বোধন করেন। প্রতিদিন ফিতা কাটেন। একদিন সকাল ৭টায় ফিতা কেটেই বলেন, ‘এই রাস্তা উদ্বোধন করছি, এটা জনগণের জন্য উৎসর্গ করলাম।’
এক পথচারী কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বলল, ‘স্যার, এই রাস্তা তো গত মাসে আমার মামা উদ্বোধন করেছিলেন। তিনি তো আপনার দলেরই!’
মন্ত্রী কিছু না বলে ফিতা পকেটে ভরে বললেন, ‘এটা ছিল রি-উদ্বোধন। উন্নয়নের কোনো শেষ নেই।’
হিমালয়ের চূড়ায় যাওয়ার স্বপ্ন দেখতেন অনেকেই, কিন্তু বাস্তবে যাঁরা ওঠেন, তাঁদের মধ্যে সাধারণত রাজনীতিবিদ দেখা যায় না। তবে একবার ব্যতিক্রম হলো। ৯ জন মার্কিন পণ্ডিত আর একজন বাংলাদেশি রাজনীতিবিদ রওনা দিলেন হিমালয় জয় করতে। পথে শুরু হলো দড়ির নাটক। একটা পুরোনো, ক্ষয়ে যাওয়া দড়িতে ঝুলে আছেন দশজন। একজনকে ফেলতেই হবে, না হলে সবাই পড়বেন অতল গহ্বরে।
৯ জন মার্কিন পণ্ডিত মিলে ঠিক করলেন, ‘ওই যে বাংলাদেশের রাজনীতিবিদ, ওকেই ফেলতে হবে!’ রাজনীতিবিদ বোঝেন, এ দেশে আবেগই শেষ হাতিয়ার। শুরু করলেন বক্তৃতা—‘প্রিয় পণ্ডিতগণ, আপনারা মানবসভ্যতার আলোকবর্তিকা। আমার মতন গরিব দেশের তুচ্ছ এক রাজনীতিবিদের জীবন আপনাদের তুলনায় কিছুই নয়। আমি ধন্য হব যদি আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি...’
বক্তৃতা এত আবেগপূর্ণ হলো যে পণ্ডিতরা হাততালি দিতে গিয়ে নিজেরাই দড়ি থেকে হাত ছেড়ে দিলেন। রাজনীতিবিদ চূড়ায় উঠলেন। পরে বললেন, ‘বক্তৃতা দিয়ে যদি জীবন বাঁচানো যায়, তাহলে গরিবের ভোটের কেন দরকার?’
আরেক দিন, সেই রাজনীতিবিদ তাঁর ছেলেকে বলছেন, ‘তুমি প্রতিদিন মিথ্যা বলো, চালাকি করো। জানো এর পরিণাম কী?’
ছেলে মাথা চুলকে উত্তর দিল, ‘জানি বাবা, তখন আমাকে আজীবন মন্ত্রী হয়ে থাকতে হবে...’
২.
একজন কমিউনিস্ট নেতা জনসভায় গলা উঁচিয়ে বলছেন, ‘সমাজতন্ত্র আসছে, দরজায় কড়া নাড়ছে! তখন আমাদের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, আইফোন সব থাকবে!’
পেছন থেকে কেউ চিৎকার করে জিজ্ঞেস করল, ‘আর আমাদের?’
কমরেড নেতা বললেন, ‘তোমরা তো শ্রমিক শ্রেণি, তোমাদের জন্য থাকবে গর্ব!’
৩.
এক সাংবাদিক একজন রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করলেন, ‘আপনারা তো সব সময় মিথ্যা বলেন। ছোট মিথ্যা আর বড় মিথ্যার পার্থক্য কী?’ রাজনীতিবিদ হেসে উত্তর দিলেন, ‘ছোট মিথ্যা হলো—আপনার বাসায় এসেছি চা খেতে। আর বড় মিথ্যা হলো—জনগণের কল্যাণে কাজ করছি!’
৪.
এক আন্তর্জাতিক চিকিৎসা সেমিনারে তিন দেশের ডাক্তার তাঁদের সাফল্যের কীর্তি বলছিলেন।
ইংল্যান্ডের ডাক্তার বললেন, ‘আমরা এক পা-না-থাকা শিশুকে কৃত্রিম পা লাগিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন বানিয়েছি!’
জার্মানির ডাক্তার বললেন, ‘আমরা দুটো হাত না-থাকা শিশুকে মুষ্টিযোদ্ধা বানিয়েছি!’
বাংলাদেশের ডাক্তার হাসতে হাসতে বললেন, ‘আমরা একবার দুই শিশুর মাথায় মগজ না পেয়ে সেখানে গোবর ভরে দিয়েছিলাম। এখন দেখছি, দুজনই দেশের শীর্ষপদে বসে আছে—একজন চায়ের দাম ঠিক করে, আরেকজন ভবিষ্যৎ ঠিক করে!’
৫.
গোরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে যেভাবে উত্তর দেন।
প্রশ্ন: সেদিন সংসদে আপনাকে বিরোধী দলের পক্ষ থেকে গালাগাল করা হলো কেন?
মন্ত্রী: আমি জানি না।
প্রশ্ন: আপনার বেকার ছেলের কোটি টাকার গাড়ি হলো কীভাবে?
মন্ত্রী: এটা আমার জানা নেই। আমি খোঁজ
নিয়ে দেখব।
প্রশ্ন: আপনার স্ত্রীর নামে মালয়েশিয়ায় তিনটি আলিসান বাড়ি আছে?
মন্ত্রী: এ প্রশ্নের উত্তর আমার স্ত্রী দিতে পারবেন। আমি জানি না।
প্রশ্ন: আপনি ঠিক কী জানেন?
মন্ত্রী: ‘আমি দায়িত্ব পালন করতে জানি, আপনার প্রশ্নের উত্তর দিতে জানি না।’
৬.
এক মন্ত্রীসাহেব প্রতিদিন নতুন কোনো সড়ক, ব্রিজ, ভবন বা টয়লেট উদ্বোধন করেন। প্রতিদিন ফিতা কাটেন। একদিন সকাল ৭টায় ফিতা কেটেই বলেন, ‘এই রাস্তা উদ্বোধন করছি, এটা জনগণের জন্য উৎসর্গ করলাম।’
এক পথচারী কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বলল, ‘স্যার, এই রাস্তা তো গত মাসে আমার মামা উদ্বোধন করেছিলেন। তিনি তো আপনার দলেরই!’
মন্ত্রী কিছু না বলে ফিতা পকেটে ভরে বললেন, ‘এটা ছিল রি-উদ্বোধন। উন্নয়নের কোনো শেষ নেই।’
দুটো ঘটনা ঘটল পরপর। গোপালগঞ্জ আর চকরিয়ায়। প্রথম ঘটনায় দুঃখজনকভাবে ঝরে পড়েছে পাঁচটি প্রাণ। এই প্রাণহানি এড়ানো যেত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ঘটনাটিতে দেখা যাচ্ছে, কক্সবাজারে এনসিপির একজন নেতার বক্তৃতার সূত্র ধরে বিএনপি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১২ ঘণ্টা আগে২০০০ সালে যুক্তরাষ্ট্র ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু বড় অর্থনীতির দেশ এবং আফ্রিকার কিছু দেশের প্রধান বাণিজ্য অংশীদার। আর ইউরোপীয় ইউনিয়ন আধিপত্য বিস্তার করেছিল ইউরোপের প্রায় পুরো অঞ্চল, আফ্রিকা ও এশিয়ার বিস্তৃত অংশ এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশের সঙ্গে।
১২ ঘণ্টা আগেনির্বাচন হওয়া এবং না-হওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আছে, সংশয়ও আছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে বলে আশা করা হলেও এটা নিশ্চিত নয়। এখানে ‘যদি’,‘কিন্তু’ আছে। নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ-উৎসাহ বিএনপির।
১২ ঘণ্টা আগেমনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট। জনস্বার্থে এ পর্যন্ত তিনি ২২৫টির বেশি মামলা করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রেখেছেন।
২ দিন আগে