Ajker Patrika

চীনের পর্যটনে নতুন সংযোজন

ফিচার ডেস্ক 
চীনের পর্যটনে নতুন সংযোজন

একটি দেশ তার পর্যটনশিল্পকে আকর্ষণ করার জন্য সর্বোচ্চ কতটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে? এর সঠিক উত্তর কারও জানা নেই। তবে চীন এবার পর্যটক আকর্ষণ করতে ৩৭ হাজার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিশ্বের পর্যটন খাতে এটি নিঃসন্দেহে এক বিশাল সংযোজন। এই গ্রীষ্মে দেশটির ৪ হাজারের বেশি জায়গায় এই ইভেন্টগুলো সফলভাবে আয়োজিত হয়েছে।

দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মা লি গট এ সপ্তাহের শুরুতে জানান, কার্যক্রমগুলো সাংস্কৃতিক ও পর্যটন খাতের উন্নয়নের জন্য চীনের প্রচেষ্টার অংশ। এই উদ্যোগের মূল লক্ষ্য একটি— উন্নত জীবনযাত্রার জন্য জনসাধারণের প্রত্যাশাগুলো পূরণ করা। জাদুঘর এবং পর্যটক আকর্ষণের জন্য শুধু দিন নয়, রাততেও কাজে লাগাতে চায় চীন।

মা লি আরও জানিয়েছেন, স্থানীয় সরকারের অংশীদারদের সাংস্কৃতিক ও পর্যটন ব্যয় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে উৎসাহিত করা হয়েছিল। এই ব্যবস্থাগুলোর মধ্যে ছিল পর্যটনকেন্দ্রগুলোতে টিকিট ছাড় অনুষ্ঠান উপভোগ এবং ভোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে অন্যান্য প্রণোদনা।

আঞ্চলিক এবং জাতিগত বৈশিষ্ট্যগুলোকে প্রতিনিধিত্ব করে, এমন সব সাংস্কৃতিক প্রকল্পের বিকাশের জন্যও প্রচেষ্টা চালাচ্ছে চীন কর্তৃপক্ষ। ভোক্তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য সাংস্কৃতিক এবং পর্যটন খাতের উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে দেশটির সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত