Ajker Patrika

রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়

শোভন সাহা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ৪২
রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়

আমার চুল মোটামুটি ঘন; তবে একটু ঢেউখেলানো। চুল রিবন্ডিং করতে চাই। অনেকে বলছেন, কেরাটিন ট্রিটমেন্ট নিলে চুল স্ট্রেট দেখাবে। কেরাটিন নাকি রিবন্ডিং—কোনটা করানো উচিত হবে?
ওয়ালিমা সাবেরা, দিনাজপুর

রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়। কেরাটিনে ছয় থেকে সাত মাস স্ট্রেট থাকে। এরপর আবার আগের মতো হয়ে যায়। তাই আপনার প্রয়োজন বুঝে এক্সপার্টের সঙ্গে কথা বলে রিবন্ডিং বা কেরাটিন করে ফেলতে পারেন।

ব্লিচ ও ফেয়ার পলিশ না করে ত্বকের উজ্জ্বলতা কীভাবে ধরে রাখতে পারি?
সুষমা আক্তার, কুমিল্লা

সানব্লক ব্যবহার করুন নিয়মিত। টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন ফেইসপ্যাকের সঙ্গে।

আমার মায়ের পা ফেটে গেছে। প্রতিদিন রাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমান। ওনার ডায়াবেটিস আছে। কীভাবে এই সমস্যার সমাধান পেতে পারি?
দীনা দিদার, কাপাসিয়া

শুধু পেট্রোলিয়াম জেলি দিয়ে সারানো যাবে না। এর জন্য ডার্মাটোলজিস্টের পরামর্শ মেনে ভালো ফুট ক্রিম ব্যবহার করতে হবে বলে মনে হচ্ছে। তা ছাড়া এ ধরনের পায়ের ফাটা সারাতে বিশেষ পেডিকিওর ট্রিটমেন্ট আছে। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, সেহেতু ডাক্তারের পরামর্শ নিতে হবে আগে।

পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত