নাহিন আশরাফ
বড় বড় সুন্দর নখ অনেকেরই ভালো লাগার বিষয়। একটা সময় প্রাকৃতিকভাবে নখ বড় করার চল ছিল। তবে এখন আর কষ্ট করে নখ বড় করতে হয় না। স্যালনে গিয়ে ‘এক্সটেনশন’ করিয়ে নিলেই চলে। আর এটাকেই বলে নেইল এক্সটেনশন।
এটি মূলত নখের সৌন্দর্য বাড়ানোর একটি প্রক্রিয়া। প্রাকৃতিক নখের ওপর বাড়তি আরেকটি কৃত্রিম নখের আবরণ লাগিয়ে দেওয়াই হলো নেইল এক্সটেনশন। এটি সাময়িকভাবে নখের সৌন্দর্য বাড়ায়। অনেকের নখ সমানভাবে বাড়ে না। বাড়লেও তা খুব সহজে ভেঙে যায়।
আবার অনেকের ক্ষেত্রে নখে সংক্রমণ বা অসুখের কারণে দাগ বসে যায়। তা ঢেকে ফেলতেও নেইল এক্সটেনশন করানো হয়। আবার অনেকে নখে কোনো ধরনের সমস্যা না থাকার পরেও নিতান্তই শখের বসে নেইল এক্সটেনশন করান।
শারমিন কচি জানান, নেইল এক্সটেনশন দুই ধরনের—এর একটি অ্যাক্রিলিক ও অন্যটি জেল নেইল এক্সটেনশন। অ্যাক্রিলিকের এক্সটেনশনে দৈর্ঘ্য অনুযায়ী নখের ওপর আঠালো উপকরণ, পাউডার এবং তরল ব্যবহার করা হয়। আর জেল এক্সটেনশনে শুধু জেল দিয়ে সেট করা হয় নখের আকার অনুযায়ী।
এক্সটেনশন করাতে চাইলে প্রাকৃতিক নখের আদল রাখা যায়, আবার নখের ওপর বিভিন্ন রকম কারুকাজও করানো যায়।
এক্সটেনশন নখের দেখভাল
নেইল এক্সটেনশন করার সময় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে নখ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নেইল এক্সটেনশনের পর দুই থেকে তিন সপ্তাহ থাকে। আবার অনেকের এক মাসও ভালো থাকে। শারমিন কচি জানান, দীর্ঘদিন নখ ভালো রাখার জন্য বেশি সতর্ক থাকা প্রয়োজন। নেইল এক্সটেনশনের পর হাত দিয়ে করতে হয় এমন যেকোনো কাজ ভেবেচিন্তে করতে হবে। এটি যত বেশি পানির সংস্পর্শে আসবে, তত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ঘর মোছা কিংবা কাপড় ধোয়ার মতো কাজ থেকে বিরত থাকতে হবে। রান্নাঘরে যেকোনো ধরনের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করতে হবে। খাওয়ার সময় চামচ ব্যবহার করার চেষ্টা করতে হবে। শক্ত ঢাকনা খোলার চেষ্টা করা যাবে না, এতে অনেক সময় নখ উঠে আসতে পারে। প্রবল তাপ এড়িয়ে চলতে হবে।
অনেকে আবার বাড়িতেই এক্সটেনশন নখ তোলার চেষ্টা করেন, এতে নখের ক্ষতি হতে পারে। তাই নখ তুলতে চাইলে পেশাদারদের সাহায্য নিতে হবে।
খরচাপাতি
নেইল এক্সটেনশনের খরচ নির্ভর করছে কোন ধরনের স্যালনে এবং কী ধরনের নেইল এক্সটেনশন করানো হবে তার ওপর। অনেক সময় আর্টিস্ট দিয়ে নখের ওপর বিভিন্ন ধরনের কারুকাজ করানো হয়, সে ক্ষেত্রে খরচ বেশি হতে পারে। বেশির ভাগ স্যালনেই ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে এক্সটেনশন করতে দেখা যায়।
শারমিন কচি বলেন, ‘নেইল এক্সটেনশন একটি সংবেদনশীল ব্যাপার, সঠিকভাবে না করালে নখের নানা রকম ক্ষতি হতে পারে। তাই নেইল এক্সটেনশন করাতে চাইলে অবশ্যই ভালো মানের স্যালন ও দক্ষ কর্মী দিয়ে করাতে হবে।’
বড় বড় সুন্দর নখ অনেকেরই ভালো লাগার বিষয়। একটা সময় প্রাকৃতিকভাবে নখ বড় করার চল ছিল। তবে এখন আর কষ্ট করে নখ বড় করতে হয় না। স্যালনে গিয়ে ‘এক্সটেনশন’ করিয়ে নিলেই চলে। আর এটাকেই বলে নেইল এক্সটেনশন।
এটি মূলত নখের সৌন্দর্য বাড়ানোর একটি প্রক্রিয়া। প্রাকৃতিক নখের ওপর বাড়তি আরেকটি কৃত্রিম নখের আবরণ লাগিয়ে দেওয়াই হলো নেইল এক্সটেনশন। এটি সাময়িকভাবে নখের সৌন্দর্য বাড়ায়। অনেকের নখ সমানভাবে বাড়ে না। বাড়লেও তা খুব সহজে ভেঙে যায়।
আবার অনেকের ক্ষেত্রে নখে সংক্রমণ বা অসুখের কারণে দাগ বসে যায়। তা ঢেকে ফেলতেও নেইল এক্সটেনশন করানো হয়। আবার অনেকে নখে কোনো ধরনের সমস্যা না থাকার পরেও নিতান্তই শখের বসে নেইল এক্সটেনশন করান।
শারমিন কচি জানান, নেইল এক্সটেনশন দুই ধরনের—এর একটি অ্যাক্রিলিক ও অন্যটি জেল নেইল এক্সটেনশন। অ্যাক্রিলিকের এক্সটেনশনে দৈর্ঘ্য অনুযায়ী নখের ওপর আঠালো উপকরণ, পাউডার এবং তরল ব্যবহার করা হয়। আর জেল এক্সটেনশনে শুধু জেল দিয়ে সেট করা হয় নখের আকার অনুযায়ী।
এক্সটেনশন করাতে চাইলে প্রাকৃতিক নখের আদল রাখা যায়, আবার নখের ওপর বিভিন্ন রকম কারুকাজও করানো যায়।
এক্সটেনশন নখের দেখভাল
নেইল এক্সটেনশন করার সময় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে নখ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নেইল এক্সটেনশনের পর দুই থেকে তিন সপ্তাহ থাকে। আবার অনেকের এক মাসও ভালো থাকে। শারমিন কচি জানান, দীর্ঘদিন নখ ভালো রাখার জন্য বেশি সতর্ক থাকা প্রয়োজন। নেইল এক্সটেনশনের পর হাত দিয়ে করতে হয় এমন যেকোনো কাজ ভেবেচিন্তে করতে হবে। এটি যত বেশি পানির সংস্পর্শে আসবে, তত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ঘর মোছা কিংবা কাপড় ধোয়ার মতো কাজ থেকে বিরত থাকতে হবে। রান্নাঘরে যেকোনো ধরনের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করতে হবে। খাওয়ার সময় চামচ ব্যবহার করার চেষ্টা করতে হবে। শক্ত ঢাকনা খোলার চেষ্টা করা যাবে না, এতে অনেক সময় নখ উঠে আসতে পারে। প্রবল তাপ এড়িয়ে চলতে হবে।
অনেকে আবার বাড়িতেই এক্সটেনশন নখ তোলার চেষ্টা করেন, এতে নখের ক্ষতি হতে পারে। তাই নখ তুলতে চাইলে পেশাদারদের সাহায্য নিতে হবে।
খরচাপাতি
নেইল এক্সটেনশনের খরচ নির্ভর করছে কোন ধরনের স্যালনে এবং কী ধরনের নেইল এক্সটেনশন করানো হবে তার ওপর। অনেক সময় আর্টিস্ট দিয়ে নখের ওপর বিভিন্ন ধরনের কারুকাজ করানো হয়, সে ক্ষেত্রে খরচ বেশি হতে পারে। বেশির ভাগ স্যালনেই ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে এক্সটেনশন করতে দেখা যায়।
শারমিন কচি বলেন, ‘নেইল এক্সটেনশন একটি সংবেদনশীল ব্যাপার, সঠিকভাবে না করালে নখের নানা রকম ক্ষতি হতে পারে। তাই নেইল এক্সটেনশন করাতে চাইলে অবশ্যই ভালো মানের স্যালন ও দক্ষ কর্মী দিয়ে করাতে হবে।’
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১০ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে