কোনো গ্রহ থেকে বিচ্যুত অংশ বা বড় টুকরাকে বলে গ্রহাণু। সেই গ্রহাণুকেই আবার কেন্দ্র করে ঘুরছে আরেকটি টুকরা! বিস্ময়কর এই ঘটনা ধরা পড়েছে নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে।
আজ শুক্রবার হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়, চলতি সপ্তাহেই নাসার মহাকাশযান লুসির নজরে পড়েছে বিষয়টি। ক্ষুদ্র চাঁদটি যে গ্রহাণুকে কেন্দ্র করে ঘুরছে, তার নাম ডিনকিনেশ। গত বৃহস্পতিবার মঙ্গল গ্রহের ৪৮ কোটি কিলোমিটার দূরে প্রধান গ্রহাণু বেল্টে ফ্লাইবাইয়ের সময় ডিনকিনেশের ব্যতিক্রম ঘটনাটি ধরা পড়ে। ৪৩৫ কিলোমিটার দূর থেকে ক্ষুদ্র চাঁদসহ ডিনকিনেশ গ্রহাণুর একটি ছবিও তুলেছে মহাকাশযান লুসি।
পৃথিবীতে পাঠানো তথ্য ও ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, ডিনকিনেশ গ্রহাণুটির ব্যাস এক কিলোমিটারের কম, মাত্র ৭৯০ মিটার এলাকাজুড়ে বিস্তৃত। আর এটিকে ঘনিষ্ঠভাবে প্রদক্ষিণ করা ক্ষুদ্র চাঁদটি আকারে প্রায় ২২০ মিটার।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে পাঠানো মহাকাশযান লুসির গন্তব্য আরও অনেক দূরে। ২০২৭ সালের মধ্যে একেবারে বৃহস্পতি গ্রহের কাছাকাছি যাবে এটি। সেখানে রয়েছে ডিনকিনেশের চেয়ে বড় এবং রহস্যময় কিছু গ্রহাণু। যাত্রাপথে মহড়া হিসেবে তাই ডিনকিনেশের ছবি পাঠিয়েছে লুসি। বৃহস্পতির কাছাকাছি ট্রোজান গ্রহাণু মণ্ডলে একটানা ৬ বছর অনুসন্ধান চালাবে এটি।
ইথিওপিয়ার আমহারিক ভাষায় ডিনকিনেশ মানে ‘আপনি অসাধারণ’। লুসি নামটিও আমহারিক ভাষা থেকে নেওয়া। ১৯৭০-এর দশকে ইথিওপিয়ায় ৩২ লাখ বছর আগের এক মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। আমহারিক ভাষায় ওই মানুষের নাম রাখা হয়েছিল লুসি; যার অর্থ অসাধারণ মানুষ।
এদিকে গ্রহাণুর চাঁদ আবিষ্কারের বিষয়ে বিবৃতি দিতে গিয়ে সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী হ্যাল লেভিসন বলেছেন, ‘ডিনকিনেশ সত্যিই তার নামের যথার্থতা প্রমাণ করেছে। এটি বিস্ময়কর।’
কোনো গ্রহ থেকে বিচ্যুত অংশ বা বড় টুকরাকে বলে গ্রহাণু। সেই গ্রহাণুকেই আবার কেন্দ্র করে ঘুরছে আরেকটি টুকরা! বিস্ময়কর এই ঘটনা ধরা পড়েছে নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে।
আজ শুক্রবার হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়, চলতি সপ্তাহেই নাসার মহাকাশযান লুসির নজরে পড়েছে বিষয়টি। ক্ষুদ্র চাঁদটি যে গ্রহাণুকে কেন্দ্র করে ঘুরছে, তার নাম ডিনকিনেশ। গত বৃহস্পতিবার মঙ্গল গ্রহের ৪৮ কোটি কিলোমিটার দূরে প্রধান গ্রহাণু বেল্টে ফ্লাইবাইয়ের সময় ডিনকিনেশের ব্যতিক্রম ঘটনাটি ধরা পড়ে। ৪৩৫ কিলোমিটার দূর থেকে ক্ষুদ্র চাঁদসহ ডিনকিনেশ গ্রহাণুর একটি ছবিও তুলেছে মহাকাশযান লুসি।
পৃথিবীতে পাঠানো তথ্য ও ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, ডিনকিনেশ গ্রহাণুটির ব্যাস এক কিলোমিটারের কম, মাত্র ৭৯০ মিটার এলাকাজুড়ে বিস্তৃত। আর এটিকে ঘনিষ্ঠভাবে প্রদক্ষিণ করা ক্ষুদ্র চাঁদটি আকারে প্রায় ২২০ মিটার।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে পাঠানো মহাকাশযান লুসির গন্তব্য আরও অনেক দূরে। ২০২৭ সালের মধ্যে একেবারে বৃহস্পতি গ্রহের কাছাকাছি যাবে এটি। সেখানে রয়েছে ডিনকিনেশের চেয়ে বড় এবং রহস্যময় কিছু গ্রহাণু। যাত্রাপথে মহড়া হিসেবে তাই ডিনকিনেশের ছবি পাঠিয়েছে লুসি। বৃহস্পতির কাছাকাছি ট্রোজান গ্রহাণু মণ্ডলে একটানা ৬ বছর অনুসন্ধান চালাবে এটি।
ইথিওপিয়ার আমহারিক ভাষায় ডিনকিনেশ মানে ‘আপনি অসাধারণ’। লুসি নামটিও আমহারিক ভাষা থেকে নেওয়া। ১৯৭০-এর দশকে ইথিওপিয়ায় ৩২ লাখ বছর আগের এক মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। আমহারিক ভাষায় ওই মানুষের নাম রাখা হয়েছিল লুসি; যার অর্থ অসাধারণ মানুষ।
এদিকে গ্রহাণুর চাঁদ আবিষ্কারের বিষয়ে বিবৃতি দিতে গিয়ে সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী হ্যাল লেভিসন বলেছেন, ‘ডিনকিনেশ সত্যিই তার নামের যথার্থতা প্রমাণ করেছে। এটি বিস্ময়কর।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৭ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৭ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১০ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১০ ঘণ্টা আগে