Ajker Patrika

ক্যালিফোর্নিয়ায় আগুন: বিশ্বের সবচেয়ে বড় গাছের চারপাশ চাদর দিয়ে মোড়ানো হয়েছে 

ক্যালিফোর্নিয়ায় আগুন: বিশ্বের সবচেয়ে বড় গাছের চারপাশ চাদর দিয়ে মোড়ানো হয়েছে 

ক্যালিফোর্নিয়ার বিশ্ব বিখ্যাত সেকুইয়া ন্যাশনাল পার্কের মধ্যে আগুন জ্বলছে। আগুন থেকে গাছ বাঁচাতে দমকলকর্মীরা প্রাচীন গাছের চারপাশে আগুন-প্রতিরোধী কম্বল মুড়িয়ে দিয়েছে। 

দমকল কর্মকর্তারা আশঙ্কা করছেন কয়েক ঘণ্টার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় গাছের কাছে এই আগুন পৌঁছাতে পারে। এই পার্কে প্রায় ২ হাজার সেকুইয়া গাছ রয়েছে। যার মধ্যে ২৭৫ ফুটের জেনারেল শেরম্যান রয়েছে। জেনারেল শেরম্যানকে বিশ্বের সবচেয়ে বড় গাছ মনে করা হয়। কলোনি ও প্যারাডাইসে এক সপ্তাহ হল আগুন বাড়ছে। 

আগুন নেভাতে ৩৫০ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করছে। হেলিকপ্টার ও প্লেনের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। 

পৃথিবীর সবচেয়ে বড় গাছ জেনারেল শেরম্যানকর্মীরা জেনারেল শেরম্যানসহ বেশ কয়েকটি বড় গাছ সুরক্ষার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে দিয়েছে। 

সেকুইয়া এবং কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মুখপাত্র রেবেকা প্যাটারসন এলএ টাইমসকে বলেছেন এটি অনেক লোকের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই বন রক্ষার জন্য চেষ্টা চলছে। 

তথ্যনুসারে জেনারেল শেরম্যান পৃথিবীর সবচেয়ে বড় গাছ। গাছটি প্রায় ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ বছর বয়সী বলে অনুমান করা হয়। বিশেষজ্ঞরা বলছে সেকুইয়ে গাছ আগুন প্রতিরোধী। তারা টিকে থাকতে পারে। 

প্যারাডাইস ও কলোনির আগুন দাবানলের ফলে ঘটেছে, যা বাড়ছেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত