তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় গতকাল সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে বহু মানুষ হতাহত হওয়ার পাশাপাশি অনেক ভবন ধসে পড়েছে। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির আলেপ্পো শহরের একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক দুর্গসহ আরও বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার পুরাকীর্তি এবং জাদুঘরের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, আলেপ্পোর সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকার অটোমান মিলের কিছু অংশ ধসে পড়েছে। এ ছাড়া দেয়ালেও ফাটল দেখা গেছে।
পুরাকীর্তি এবং জাদুঘরের ফেসবুক পেজে ছবি পোস্ট করে বলা হয়েছে, আইয়ুবিদ মসজিদের মিনারের গম্বুজের কিছু অংশ ধসে গেছে। এ ছাড়া মামলুক দুর্গের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল ভোর ৪টা ১৭ মিনিটের দিকে সিরিয়া ও তুরস্কের সীমান্ত এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এখন পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে প্রায় ২ হাজার ৯০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, নিহতদের সংখ্যা খুব দ্রুত বাড়বে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুধু আলেপ্পোতেই ১৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০৭ জন। ভূমিকম্পে অন্তত ৪৬টি ভবন বিধ্বস্ত হয়েছে।
সিরিয়ার আলেপ্পো শহর প্রাচীন দুর্গ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত। এই শহরে শত বছরের পুরোনো ভবন রয়েছে। ভবনগুলো ইউনেসকোর ঐতিহাসিক তালিকায় স্থান পেয়েছে।
গতকালের ভূমিকম্পে সিরিয়ার হামা প্রদেশের প্রাচীন আল মারকাব দুর্গের ভেতরের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সিরিয়ার প্রত্নতাত্ত্বিক সংস্থা। এ ছাড়া দুর্গের ভেতরে একটি টাওয়ার বিধ্বস্ত হয়েছে।
প্রত্নতাত্ত্বিক সংস্থা আরও জানিয়েছে, তারতুস প্রদেশের কাদমুস দুর্গের কয়েকটি আবাসিক ভবন ধসে পড়েছে। এ ছাড়া ভূমিকম্পের কারণে আরেকটি প্রাচীন শহর পালমিরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সেখানে প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় গতকাল সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে বহু মানুষ হতাহত হওয়ার পাশাপাশি অনেক ভবন ধসে পড়েছে। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির আলেপ্পো শহরের একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক দুর্গসহ আরও বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার পুরাকীর্তি এবং জাদুঘরের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, আলেপ্পোর সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকার অটোমান মিলের কিছু অংশ ধসে পড়েছে। এ ছাড়া দেয়ালেও ফাটল দেখা গেছে।
পুরাকীর্তি এবং জাদুঘরের ফেসবুক পেজে ছবি পোস্ট করে বলা হয়েছে, আইয়ুবিদ মসজিদের মিনারের গম্বুজের কিছু অংশ ধসে গেছে। এ ছাড়া মামলুক দুর্গের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল ভোর ৪টা ১৭ মিনিটের দিকে সিরিয়া ও তুরস্কের সীমান্ত এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এখন পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে প্রায় ২ হাজার ৯০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, নিহতদের সংখ্যা খুব দ্রুত বাড়বে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুধু আলেপ্পোতেই ১৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০৭ জন। ভূমিকম্পে অন্তত ৪৬টি ভবন বিধ্বস্ত হয়েছে।
সিরিয়ার আলেপ্পো শহর প্রাচীন দুর্গ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত। এই শহরে শত বছরের পুরোনো ভবন রয়েছে। ভবনগুলো ইউনেসকোর ঐতিহাসিক তালিকায় স্থান পেয়েছে।
গতকালের ভূমিকম্পে সিরিয়ার হামা প্রদেশের প্রাচীন আল মারকাব দুর্গের ভেতরের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সিরিয়ার প্রত্নতাত্ত্বিক সংস্থা। এ ছাড়া দুর্গের ভেতরে একটি টাওয়ার বিধ্বস্ত হয়েছে।
প্রত্নতাত্ত্বিক সংস্থা আরও জানিয়েছে, তারতুস প্রদেশের কাদমুস দুর্গের কয়েকটি আবাসিক ভবন ধসে পড়েছে। এ ছাড়া ভূমিকম্পের কারণে আরেকটি প্রাচীন শহর পালমিরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সেখানে প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১০ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১০ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১৩ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১৩ ঘণ্টা আগে