Ajker Patrika

নতুন ৩ হাজার যোদ্ধা যুক্ত হয়েছে হামাসের বাহিনীতে: প্রতিবেদন 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার বলছেন, গাজায় হামাস নির্মূল না হওয়া যুদ্ধ বন্ধ করা হবে না। এ ছাড়া, দেশটি প্রায়ই দাবি করছে—তারা হামাসের সক্ষমতার বড় একটি অংশই ধ্বংস করেছে। কিন্তু ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল—১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরে পেয়েছে। গোষ্ঠীটিতে নতুন করে যুক্ত হয়েছে আরও ৩ হাজার যোদ্ধা। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেল—১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক মাসে হামাস উত্তর গাজায় অন্তত ৩ হাজার যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে। কেবল তাই নয়, এসব যোদ্ধাদের প্রত্যেককেই অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ সহায়তাও দেওয়া হয়েছে। 

এদিকে, গাজা উপত্যকায় ছয় ইসরায়েলি বন্দীর লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গত ৩১ আগস্ট গাজায় ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরদিন ১ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সোমবারও (২ সেপ্টেম্বর) বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন করছে। 

ইসরায়েলি গণমাধ্যমের দাবি, পাঁচ লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে। এর মধ্যে তিন লাখই রাজধানী তেল আবিবে। গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি ১০১ ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে। 

গতকাল রোববার জেরুজালেমে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। ড্রোন ফুটেজে দেখা গেছে, তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে। এ সময় তাদের হাতে নিহত বন্দীদের ছবি ও পতাকা দেখা যায়। ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে। ২৯ জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত