Ajker Patrika

রমজানের শুরুতে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস: ইসমাইল হানিয়া

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৬: ৫১
রমজানের শুরুতে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস: ইসমাইল হানিয়া

রমজান মাসের আগে এখনো পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারেনি মধ্যস্থতাকারীরা। এমন অবস্থায় গতকাল রোববার হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠন। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।

বেশ কয়েকটি মুসলিম দেশ আজ সোমবার থেকে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। এরই মধ্যে এক টেলিভিশন ভাষণে ইসমাইল হানিয়া বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি যে যুদ্ধবিরতির চুক্তিতে না পৌঁছানোর দায় দখলদার বাহিনীর। তবে আমরা এখনো আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুত।’

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার এখন চলছে ষষ্ঠ মাস। রমজান মাস শুরুর আগেই যুদ্ধবিরতির চেষ্টা করেছে মধ্যস্থতাকারীরা। তবে এখনো তাঁদের প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। তবে কাতারে স্বেচ্ছা নির্বাসনে থাকা হামাসপ্রধান ইসমাইল হানিয়া গতকাল বলেছেন, ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার যে শর্ত দেওয়া হয়েছিল; তা পূরণ করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

এ ছাড়া, টেকসই যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং অবরুদ্ধ অঞ্চলে যেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেখানে মানবিক সহায়তার দ্রুত প্রবেশাধিকারের দাবি পুনর্ব্যক্ত করেছেন হানিয়া।

ইসরায়েল তার সৈন্যদের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবকে বাতিল করে দিয়েছে। সে সঙ্গে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেকোনো যুদ্ধবিরতি চুক্তির পরেও হামাসকে ধ্বংস করার জন্য তার অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

হামাস চুক্তিতে আগ্রহী নয় এবং রমজানে অঞ্চলটিতে তারা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটিকে অভিযুক্ত করেছে ইসরায়েল। এর জবাবে হানিয়া বলেন, গতকালের বক্তব্যের কয়েক ঘণ্টা আগেও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু কোনো লাভ হয়নি।

তিনি বলেন, ‘আমরা যদি মধ্যস্থতাকারী ভাইদের কাছ থেকে সেনা প্রত্যাহার, আগ্রাসন বন্ধ এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিসহ দখলদারদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাই তাহলে আমরা চুক্তি সম্পন্ন করতে প্রস্তুত।’

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৭২ হাজার ফিলিস্তিনি। গতকাল রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত