Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতির আলোচনা, পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৩৩
গাজায় যুদ্ধবিরতির আলোচনা, পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ নিয়ে আলোচনা করতে আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত ৭ অক্টোবরের পর থেকে এটি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্যে পঞ্চম সফর। আজ সোমবার সৌদি আরব থেকে সফর শুরু করবেন ব্লিঙ্কেন।

ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানোর পরই মধ্যপ্রাচ্য সফরের ঘোষণা দিলেন ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের এ পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ইসরায়েলের প্রতিও বিরক্তি প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। গত বৃহস্পতিবার ইসরায়েলের উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েলের প্রতি সামরিক অভিযান বন্ধ করার সব আন্তর্জাতিক আহ্বানকেই পাশ কাটিয়ে গেছে দেশটি। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, সপ্তাহখানেক আগে ফ্রান্সের প্যারিসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান এবং ইসরায়েল, কাতার ও মিসরের কর্মকর্তারা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে বৈঠক করেন। প্রস্তাব অনুসারে, ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি দেওয়া হবে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাস গত ৭ অক্টোবরে আটক করা জিম্মিদের মুক্ত করবে।

এবারের সফরে ইসরায়েল, মিসর ও কাতারে যাবেন ব্লিঙ্কেন।

আজ সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেন, ‘কার্যকর (যুদ্ধবিরতির) প্রস্তাবের সাফল্যের জন্য সত্যিকারের আশা আছে।’ 

কাতারও যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। যদিও হামাস বলেছে, এখনো কোনো চুক্তি হয়নি। 

গত শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন। বিক্ষোভে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন তাঁরা।

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল রোববার ইসরায়েলের সঙ্গে মতবিরোধের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, পরিস্থিতি এ মুহূর্তে হামাসের পক্ষে আছে।

সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে সুলিভান বলেন, প্রায় চার মাস ধরে চলা বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় আরও খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের অনুমতি দিতে ইসরায়েলকে চাপ দেবেন ব্লিঙ্কেন। 

সুলিভান বলেন, ‘ইসরায়েল সরকারের সঙ্গে বৈঠকে এটিই হবে ব্লিঙ্কেনের প্রধান আলোচ্য বিষয়। ফিলিস্তিনি মানুষের প্রয়োজনই যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত