অনলাইন ডেস্ক
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে ধূলিঝড়ে এক হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ‘দম বন্ধ হওয়ার মতো’ সমস্যা নিয়ে দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশের হাসপাতালগুলোতে অন্তত ৭০০ জন ভর্তি হয়েছেন বলে এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে নজাফ প্রদেশে ২৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দিবানিয়া প্রদেশে শিশুসহ অন্তত ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া, ধি কার ও বসরা প্রদেশে আরও ৫৩০ জন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে। নজাফ ও বসরা প্রদেশে বিমানবন্দরগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজের বরাতে প্রতিবেদনে বলা হয়, এলাকাজুড়ে যেন ঘন কমলা রঙের ধুলোর চাদর বিছানো। এই ধূলিঝড়ে ইরাকের দক্ষিণাঞ্চল ঘন কমলা ধুলোর মেঘে ঢেকে যায়, যার ফলে দৃশ্যময়তা কমে এক কিলোমিটারেরও কম হয়ে যায়।
ধুলোর হাত থেকে বাঁচতে পথচারী ও পুলিশ সদস্যরা মুখে মাস্ক পরে ছিলেন এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের সহায়তা করতে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে ইরাকের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশে আরও বেশি ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।
ইরাকে ধূলিঝড় সাধারণ ঘটনা হলেও, বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অতিমাত্রায় ধূলিঝড় দেখা যাচ্ছে।
জাতিসংঘের তালিকায় ইরাককে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটি নিয়মিত ধূলিঝড়, প্রচণ্ড গরম এবং পানিসংকটের মুখোমুখি হয়।
এর আগে ২০২২ সালে এক ভয়াবহ ধূলিঝড়ে একজনের মৃত্যু হয় এবং ৫ হাজারেরও বেশি মানুষ শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে ধূলিঝড়ে এক হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ‘দম বন্ধ হওয়ার মতো’ সমস্যা নিয়ে দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশের হাসপাতালগুলোতে অন্তত ৭০০ জন ভর্তি হয়েছেন বলে এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে নজাফ প্রদেশে ২৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দিবানিয়া প্রদেশে শিশুসহ অন্তত ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া, ধি কার ও বসরা প্রদেশে আরও ৫৩০ জন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে। নজাফ ও বসরা প্রদেশে বিমানবন্দরগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজের বরাতে প্রতিবেদনে বলা হয়, এলাকাজুড়ে যেন ঘন কমলা রঙের ধুলোর চাদর বিছানো। এই ধূলিঝড়ে ইরাকের দক্ষিণাঞ্চল ঘন কমলা ধুলোর মেঘে ঢেকে যায়, যার ফলে দৃশ্যময়তা কমে এক কিলোমিটারেরও কম হয়ে যায়।
ধুলোর হাত থেকে বাঁচতে পথচারী ও পুলিশ সদস্যরা মুখে মাস্ক পরে ছিলেন এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের সহায়তা করতে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে ইরাকের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশে আরও বেশি ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।
ইরাকে ধূলিঝড় সাধারণ ঘটনা হলেও, বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অতিমাত্রায় ধূলিঝড় দেখা যাচ্ছে।
জাতিসংঘের তালিকায় ইরাককে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটি নিয়মিত ধূলিঝড়, প্রচণ্ড গরম এবং পানিসংকটের মুখোমুখি হয়।
এর আগে ২০২২ সালে এক ভয়াবহ ধূলিঝড়ে একজনের মৃত্যু হয় এবং ৫ হাজারেরও বেশি মানুষ শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৩ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৩ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৬ ঘণ্টা আগে