অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশ কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি দেবে। তিনি বলেছেন, এই হামলায় মদদদাতাদেরও শাস্তি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিহারের মধুবানিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন মোদি।
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর মধ্যে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি। এই নৃশংস হত্যাকাণ্ডের দুদিন পর তিনি এই কড়া বার্তা দিলেন। অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন মোদি। পরে তিনি বলেন, সন্ত্রাসীরা যেভাবে নির্দোষ পর্যটকদের নির্মম ও বর্বরভাবে হত্যা করেছে, তাতে গোটা দেশ ব্যথিত।
মোদি বলেন, পুরো দেশ শোকাহতদের পরিবারের পাশে আছে। সরকার আহত ব্যক্তিদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ ছেলে হারিয়েছেন, কেউ ভাই, কেউ জীবনসঙ্গী। কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়, কেউ মারাঠি, কেউ ওড়িয়া, কেউ গুজরাটি, আর কেউ ছিলেন বিহারের ছেলে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ বিরাজ করছে। এই হামলা শুধু নিরীহ পর্যটকদের ওপর নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর আঘাত হানার ধৃষ্টতা দেখিয়েছে। তিনি বলেন, হামলাকারী সন্ত্রাসীরা, পরিকল্পনাকারীরা এমন শাস্তি পাবে, যা তারা কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসীদের স্বর্গরাজ্য যা অবশিষ্ট আছে, তা গুঁড়িয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি মানুষের আকাঙ্ক্ষা সন্ত্রাসের হোতাদের কোমর ভেঙে দেবে। মূলত পাকিস্তানকে ইঙ্গিত করেই ছিল তাঁর এই মন্তব্য।
ভাষণের একপর্যায়ে মোদি ইংরেজিতে বলেন, ‘আমি পুরো বিশ্বকে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের ধাওয়া করব। সন্ত্রাসবাদ ভারতের মনোবল ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদের বিচার হবেই।’
মোদি আরও বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করতে সম্ভাব্য সব প্রচেষ্টা চালানো হবে। পুরো জাতি এই সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞ। যারা মানবতায় বিশ্বাস করে, তারা সবাই আমাদের সঙ্গে আছে। এই সময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেইসব দেশের জনগণ ও তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই।’
গত মঙ্গলবার বিকেলে হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন মোদি। কাশ্মীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য এই হামলার প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছিলেন, এর নেপথ্যে যারা আছে, তাদের রেহাই দেওয়া হবে না।
গত রাতে মোদি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে কেন্দ্র সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লি জানিয়েছে, তারা সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারত আরও বলেছে, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না এবং পাকিস্তানের হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ভারতে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১ মের মধ্যে হাইকমিশনগুলোর সামগ্রিক জনবল ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনতে হবে বলে জানিয়েছে।
এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স নীতি রয়েছে। তিনি বলেন, ‘আমরা শুধু এই হামলার অপরাধীদের কাছেই পৌঁছাব না, নেপথ্যের হোতাদেরও ছাড়ব না...অভিযুক্ত ব্যক্তিরা শিগগির কঠোর ও স্পষ্ট জবাব দেখতে পাবে, আমি দেশকে আশ্বস্ত করতে চাই।’
আরও পড়ুন—
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশ কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি দেবে। তিনি বলেছেন, এই হামলায় মদদদাতাদেরও শাস্তি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিহারের মধুবানিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন মোদি।
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর মধ্যে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি। এই নৃশংস হত্যাকাণ্ডের দুদিন পর তিনি এই কড়া বার্তা দিলেন। অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন মোদি। পরে তিনি বলেন, সন্ত্রাসীরা যেভাবে নির্দোষ পর্যটকদের নির্মম ও বর্বরভাবে হত্যা করেছে, তাতে গোটা দেশ ব্যথিত।
মোদি বলেন, পুরো দেশ শোকাহতদের পরিবারের পাশে আছে। সরকার আহত ব্যক্তিদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ ছেলে হারিয়েছেন, কেউ ভাই, কেউ জীবনসঙ্গী। কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়, কেউ মারাঠি, কেউ ওড়িয়া, কেউ গুজরাটি, আর কেউ ছিলেন বিহারের ছেলে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ বিরাজ করছে। এই হামলা শুধু নিরীহ পর্যটকদের ওপর নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর আঘাত হানার ধৃষ্টতা দেখিয়েছে। তিনি বলেন, হামলাকারী সন্ত্রাসীরা, পরিকল্পনাকারীরা এমন শাস্তি পাবে, যা তারা কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসীদের স্বর্গরাজ্য যা অবশিষ্ট আছে, তা গুঁড়িয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি মানুষের আকাঙ্ক্ষা সন্ত্রাসের হোতাদের কোমর ভেঙে দেবে। মূলত পাকিস্তানকে ইঙ্গিত করেই ছিল তাঁর এই মন্তব্য।
ভাষণের একপর্যায়ে মোদি ইংরেজিতে বলেন, ‘আমি পুরো বিশ্বকে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের ধাওয়া করব। সন্ত্রাসবাদ ভারতের মনোবল ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদের বিচার হবেই।’
মোদি আরও বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করতে সম্ভাব্য সব প্রচেষ্টা চালানো হবে। পুরো জাতি এই সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞ। যারা মানবতায় বিশ্বাস করে, তারা সবাই আমাদের সঙ্গে আছে। এই সময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেইসব দেশের জনগণ ও তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই।’
গত মঙ্গলবার বিকেলে হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন মোদি। কাশ্মীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য এই হামলার প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছিলেন, এর নেপথ্যে যারা আছে, তাদের রেহাই দেওয়া হবে না।
গত রাতে মোদি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে কেন্দ্র সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লি জানিয়েছে, তারা সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারত আরও বলেছে, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না এবং পাকিস্তানের হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ভারতে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১ মের মধ্যে হাইকমিশনগুলোর সামগ্রিক জনবল ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনতে হবে বলে জানিয়েছে।
এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স নীতি রয়েছে। তিনি বলেন, ‘আমরা শুধু এই হামলার অপরাধীদের কাছেই পৌঁছাব না, নেপথ্যের হোতাদেরও ছাড়ব না...অভিযুক্ত ব্যক্তিরা শিগগির কঠোর ও স্পষ্ট জবাব দেখতে পাবে, আমি দেশকে আশ্বস্ত করতে চাই।’
আরও পড়ুন—
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
২ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৩ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৬ ঘণ্টা আগে