Ajker Patrika

মোদি-পুতিনের ফোনালাপে উঠে এল যেসব বিষয় 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০: ৩৭
মোদি-পুতিনের ফোনালাপে উঠে এল যেসব বিষয় 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার এই দুই নেতা টেলিফোনে আলাপকালে রাশিয়া ও ভারতের মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ উদ্যোগকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে একটি রোডম্যাপ তৈরি নিয়ে কথা বলেন। এ ছাড়া দুই দেশের মধ্যে ‘বিশেষ ও অগ্রাধিকারের ভিত্তিতে কৌশলগত অংশীদারত্ব’ শক্তিশালী করার বিষয়েও কথা বলেছেন। 

নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে বিষয়টি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নোটে বলা হয়েছে, দুই নেতা দুই দেশের মধ্যে সাম্প্রতিক দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ে সম্পর্ক বিনিময় ও সহযোগিতার বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করেছেন। পাশাপাশি তাঁরা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও কথা বলেছেন। 

নোটে বলা হয়েছে, ভারত ও রাশিয়ার শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এই সময়ে তাঁরা ভারত ও রাশিয়ার মধ্যে ‘বিশেষ ও অগ্রাধিকারের ভিত্তিতে কৌশলগত অংশীদারত্ব’ শক্তিশালী করার বিষয়েও কথা বলেছেন। আলাপে মোদি ২০২৪ সালে ব্রিকসের সভাপতি দেশ হিসেবে রাশিয়ার প্রতি শুভ কামনা জানান। এ সময় তিনি জানান, রাশিয়ার প্রতি এই ইস্যুতে ভারতের পূর্ণ সমর্থন আছে। 

ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা পরস্পর ভারতের আসন্ন পার্লামেন্ট নির্বাচন ও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সফলতা কামনা করেছেন। 

রাশিয়ার প্রেস নোটে বলা হয়েছে, দুই নেতা বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা, জ্বালানি, পরিবহন ও সরবরাহ এবং রাশিয়ার দূরপ্রাচ্যে সহযোগিতার মতো বিষয়ে দুই দেশের মধ্যকার সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি আলোচনা করেছেন। চলতি বছর ব্রিকসে রাশিয়ার সভাপতিত্বের পরিপ্রেক্ষিতে দুই নেতা সংস্থাটির প্রধান প্রধান এজেন্ডা ঘনিষ্ঠভাবে সমন্বয় করার জন্য নিজ নিজ দেশের প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। আলোচনায় ইউক্রেনসহ অন্যান্য বিষয়ও উঠেছিল বলে জানিয়েছে ক্রেমলিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত