Ajker Patrika

যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা, ইংলিশ চ্যানেলে ঠান্ডায় জমে ৫ জনের মৃত্যু

যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা, ইংলিশ চ্যানেলে ঠান্ডায় জমে ৫ জনের মৃত্যু

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) উত্তর ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। মাঝপথে নৌকা ডুবে গেলে প্রাণ হারান এই অভিবাসনপ্রত্যাশীরা। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি মেরিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। ২০২৪ সালে ইংলিশ চ্যানেলে এটাই প্রথম অভিবাসনপ্রত্যাশী মৃত্যুর ঘটনা। 

পুলিশ বলছে, তাৎক্ষণিকভাবে চারজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয় এবং পরে সমুদ্রতীরে পঞ্চম জনের লাশ খুঁজে পাওয়া গেছে। একদল অবৈধ অভিবাসনপ্রত্যাশী ফ্রান্সের উপকূলীয় শহর উইমেরু থেকে ছোট নৌকায় করে একটি জাহাজে পৌঁছানোর চেষ্টা করছিলেন। স্থানীয় সময় রাত ২টার দিকে নৌকাটি ডুবে যায়। 

ফরাসি উদ্ধারকারী জাহাজ অ্যাবিয়েল নরমান্ডির ক্রু তাঁদের উদ্ধার করতে করতে যায় এবং পানিতে অজ্ঞান ও প্রাণহীন মানুষ ভাসতে দেখে। এই সময় পানির তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে ধারণা করা হচ্ছে। 

উইমেরুর তীরে অভিবাসনপ্রত্যাশীদের জুতা ও পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন এএফপির সাংবাদিকেরা। 

যারা বেঁচে ফিরেছেন তাঁদের ফ্রান্সের ক্যালে শহরে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

মেরিন প্রশাসনের মতে, অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে একজন বলেন, রাত ৩টার দিকে প্রায় ৭০ জনের মতো অভিবাসনপ্রত্যাশীকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কারও কারও সন্তানসহ পুরো পরিবারও ছিল। অনেকে ছিল অনেক কম বয়সী। 

সূত্র আরও বলেন, ‘বেঁচে ফেরা অনেকে এখানে আর থাকেনি। তারা আমাদের বলেন, তাঁরা ডানকার্ক রেল স্টেশনে যেতে চান। সেখান থেকে আরমেনতিয়েরে আবাসন কেন্দ্রে যাবেন তাঁরা।’ 

ফ্রান্সের পুলিশ এ ঘটনায় হত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত থেকেই মৃত্যুর কারণ জানা যাবে। ডুবে যাওয়ার কারণে বা থার্মাল শকের (তীব্র ঠান্ডা) কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। 

ফ্রান্সের পৌর সংগঠন সালাম অ্যাসোসিয়েশনের প্রধান জ্যঁ ক্লদ লেনোয়া বলেন, অভিবাসনপ্রত্যাশীরা এমন আবহাওয়ায় পানিতে বড় জাহাজে ওঠার চেষ্টা করে বিরাট ঝুঁকি নিয়েছিল। যে কোনো মূল্যে জাহাজে উঠতে গিয়ে তারা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়। 

 ২০২৩ সালে ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের মেরিন প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত