ঢাকা: শিশুদের স্থূলতা ঠেকাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে লাগাম টানতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রায় ১০ শতাংশই স্থূলতায় ভুগছে। ১০ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা বেড়ে ২০ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।
সংস্থাটি আরও জানায়, যুক্তরাজ্যে চারজনের মধ্যে একটি শিশুই স্থূলতায় ভুগছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শেষের দিক থেকে যুক্তরাজ্যের টেলিভিশনগুলোতে উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে সম্প্রচার করা যাবে না।
যুক্তরাজ্যে জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জো চার্চিল বলেন, নতুন এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা।
২০১৯ সালের বিজ্ঞাপন বিশ্লেষণ করে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা ৬০ শতাংশই বিজ্ঞাপন ছিল উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের।
তবে যুক্তরাজ্য সরকারের নতুন এই নিয়মে অনলাইনে প্রচারিত সকল জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করা হবে না। যদিও জাঙ্ক ফুডবিরোধীদের পক্ষ থেকে অনেক দিন থেকেই এই দাবি জানানো হচ্ছে।
প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটেনের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে খাদ্য বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছে।
করোনায় অতিরিক্ত ওজনের ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাঙ্ক ফুডের প্রতি যুক্তরাজ্য সরকার নতুন করে নজর দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিরিক্ত ওজন নিয়ে ভুগেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত ওজন বেশ ভুগিয়েছিল বলে গত বছর জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে করোনা থেকে সেরে ওঠার পর ওজন কমিয়েছেন বরিস জনসন।
ঢাকা: শিশুদের স্থূলতা ঠেকাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে লাগাম টানতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রায় ১০ শতাংশই স্থূলতায় ভুগছে। ১০ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা বেড়ে ২০ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।
সংস্থাটি আরও জানায়, যুক্তরাজ্যে চারজনের মধ্যে একটি শিশুই স্থূলতায় ভুগছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শেষের দিক থেকে যুক্তরাজ্যের টেলিভিশনগুলোতে উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে সম্প্রচার করা যাবে না।
যুক্তরাজ্যে জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জো চার্চিল বলেন, নতুন এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা।
২০১৯ সালের বিজ্ঞাপন বিশ্লেষণ করে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা ৬০ শতাংশই বিজ্ঞাপন ছিল উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের।
তবে যুক্তরাজ্য সরকারের নতুন এই নিয়মে অনলাইনে প্রচারিত সকল জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করা হবে না। যদিও জাঙ্ক ফুডবিরোধীদের পক্ষ থেকে অনেক দিন থেকেই এই দাবি জানানো হচ্ছে।
প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটেনের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে খাদ্য বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছে।
করোনায় অতিরিক্ত ওজনের ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাঙ্ক ফুডের প্রতি যুক্তরাজ্য সরকার নতুন করে নজর দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিরিক্ত ওজন নিয়ে ভুগেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত ওজন বেশ ভুগিয়েছিল বলে গত বছর জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে করোনা থেকে সেরে ওঠার পর ওজন কমিয়েছেন বরিস জনসন।
লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ বাংলাদেশির প্রাণহানি হয়েছে। ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছেন।
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৫ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৬ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৮ ঘণ্টা আগে