Ajker Patrika

চীনা মহাকাশ স্টেশন থেকে ৬ মাস পর পৃথিবীতে ৩ নভোচারী

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২০: ৪৪
চীনা মহাকাশ স্টেশন থেকে ৬ মাস পর পৃথিবীতে ৩ নভোচারী

মহাকাশে টানা ১৮৩ দিন অতিবাহিত করার পর পৃথিবীতে অবতরণ করেছেন ৩ চীনা নভোচারী। স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে তাঁদের বহনকারী স্পেস ক্যাপসুল সফলভাবে অবতরণ করে। এই অবতরণের মধ্য দিয়ে চীনের ইতিহাসে এখন পর্যন্ত দেশটির দীর্ঘতম ক্রুযুক্ত মহাকাশ অভিযানের সমাপ্তি ঘটল। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিসিটিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

দুই পুরুষ ও একজন নারীর সমন্বয়ে গঠিত এই মহাকাশচারী দলের সদস্যরা হলেন যথাক্রমে: ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং। তাঁরা চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কোর মডিউল তিয়ানহেতে ছয় মাস কাটানোর পর ছোট একটি মহাকাশ ক্যাপসুলে করে নিরাপদে অবতরণ করেন। 

মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ করতে চীনকে বাধা দেওয়ার পর থেকেই চীন গত ১০ বছর ধরেই নিজেদের মহাকাশ স্টেশন তিয়ানগং নির্মাণের প্রযুক্তির উন্নয়নে ব্যয় করেছে। দেশটির লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে তারা মহাকাশ শক্তিতে পরিণত হবে এবং এ ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পাল্লা দেবে। দেশটি এরই মধ্যে মঙ্গল গ্রহে নিজেদের একটি যান পাঠিয়েছে, চাঁদেও মহাকাশ যান পাঠিয়েছে। 

উল্লেখ্য, চীনের তিয়ানহে মহাকাশ স্টেশনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ব্যতীত একমাত্র মহাকাশ স্টেশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত