Ajker Patrika

চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

চীনে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই বন্যায় এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। চীনের পার্বত্য অঞ্চল দাতং এবং কুইংহাই প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই আকস্মিক বন্যায় দাতং এবং কুইংহাইয়ের ৬ গ্রামের ৬ হাজার ২০০ জনেরও বেশ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত–প্রকাশিত ছবি থেকে দেখা গেছে, ওই গ্রামগুলোর রাস্তা কাদা এবং পানির নিচে তলিয়ে গেছে। বাসগৃহগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে।

এদিকে, চীনা কর্তৃপক্ষ ওই গ্রামগুলোতে এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সিসিটিভি বলেছে, ‘আজ ১৮ আগস্ট দুপুর নাগাদ ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এখনো উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। পর্যায়ক্রমিক উদ্ধার তৎপরতা চালু রয়েছে।’ এরই মধ্যে, ওই গ্রামগুলো থেকে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন।

প্রবল বন্যা ও বৃষ্টিপাতের কারণে ওই দুই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবহ হয়েছে, বন্ধ হয়ে গেছে স্থানীয় শিল্প কারখানা। দেশটির আবহাওয়াবিদেরা বলছেন, চীনে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি এবং প্রবল বর্ষণের কারণে ওই অঞ্চলের পরিস্থিতি চরমভাবাপন্ন হয়ে উঠেছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ কয়েকদিন প্রবল দাবদাহের পর এই আকস্মিক বন্যা ওই দুই অঞ্চলের কয়েক হাজার মানুষ ভয়াবহ বিপদে পড়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে কয়েক মিলিয়ন ডলারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত