কলকাতা সংবাদদাতা
পাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিন্দুর’—এর পর ভারতে বেসামরিক বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট। ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, আজ বুধবার সারা দিন বন্ধ রাখা হয়েছে শ্রীনগর, লেহ, অমৃতসর এবং চণ্ডীগড় বিমানবন্দর। পাশাপাশি জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা এবং জামনগরসহ মোট ১৮টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এরই মধ্যে ভারতের বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
বিশেষ করে, শ্রীনগর বিমানবন্দর এখন সম্পূর্ণরূপে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। বেসামরিক ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে শুরু করে আকাশপথের নজরদারি—সব দায়িত্বই নিয়েছে সশস্ত্রবাহিনী। কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ একাধিক বেসরকারি ও সরকারি বিমান সংস্থা এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাগুলোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ভ্রমণের আগে বিমানবন্দরের সর্বশেষ তথ্য জেনে যাত্রা করেন।
পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবকিছু স্বাভাবিক হলে পর্যায়ক্রমে বিমানবন্দরগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।
আরও খবর পড়ুন:
পাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিন্দুর’—এর পর ভারতে বেসামরিক বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট। ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, আজ বুধবার সারা দিন বন্ধ রাখা হয়েছে শ্রীনগর, লেহ, অমৃতসর এবং চণ্ডীগড় বিমানবন্দর। পাশাপাশি জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা এবং জামনগরসহ মোট ১৮টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এরই মধ্যে ভারতের বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
বিশেষ করে, শ্রীনগর বিমানবন্দর এখন সম্পূর্ণরূপে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। বেসামরিক ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে শুরু করে আকাশপথের নজরদারি—সব দায়িত্বই নিয়েছে সশস্ত্রবাহিনী। কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ একাধিক বেসরকারি ও সরকারি বিমান সংস্থা এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাগুলোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ভ্রমণের আগে বিমানবন্দরের সর্বশেষ তথ্য জেনে যাত্রা করেন।
পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবকিছু স্বাভাবিক হলে পর্যায়ক্রমে বিমানবন্দরগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।
আরও খবর পড়ুন:
ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় একটি বিমান বা বড় আকারের ড্রোন ভেঙে পড়েছে। গতকাল বুধবার ভোরে পাম্পোর শহরের কাছে বিধ্বস্ত হয় এটি। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের যে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার কথা বলা হয়েছে; এটি সেগুলোর মধ্যে একটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) মধ্যরাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই পাল্টা হামলা চালানো হয় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে।
৬ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে...
৭ ঘণ্টা আগে