Ajker Patrika

অপারেশন সিন্দুর: ভারতে ২০০ উড়োজাহাজের উড্ডয়ন বাতিল, বন্ধ ১৮ বিমানবন্দর

কলকাতা সংবাদদাতা
আপডেট : ০৭ মে ২০২৫, ২০: ১৭
জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিন্দুর’—এর পর ভারতে বেসামরিক বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট। ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, আজ বুধবার সারা দিন বন্ধ রাখা হয়েছে শ্রীনগর, লেহ, অমৃতসর এবং চণ্ডীগড় বিমানবন্দর। পাশাপাশি জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা এবং জামনগরসহ মোট ১৮টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এরই মধ্যে ভারতের বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

বিশেষ করে, শ্রীনগর বিমানবন্দর এখন সম্পূর্ণরূপে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। বেসামরিক ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে শুরু করে আকাশপথের নজরদারি—সব দায়িত্বই নিয়েছে সশস্ত্রবাহিনী। কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ একাধিক বেসরকারি ও সরকারি বিমান সংস্থা এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাগুলোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ভ্রমণের আগে বিমানবন্দরের সর্বশেষ তথ্য জেনে যাত্রা করেন।

পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবকিছু স্বাভাবিক হলে পর্যায়ক্রমে বিমানবন্দরগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত