অনলাইন ডেস্ক
সম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
আজ বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ভোরোনিচকে হত্যার দায় স্বীকার করেছে ‘দ্য বেস’ নামে একটি উগ্র ডানপন্থী জঙ্গি সংগঠনের ইউক্রেন শাখা। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই সংগঠনটি ২০১৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এবং বহু দেশ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
দ্য বেস-এর প্রতিষ্ঠাতা রিনালদো নজ্জারো এক সময় মার্কিন সামরিক দপ্তরের ঠিকাদার ছিলেন। বর্তমানে তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসবাস করেন এবং তাঁর রুশ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহ চলছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ‘দ্য বেস’ বলেছে, ‘এসবিইউ কর্নেলকে গুলি করে হত্যা করা কেবল শুরু। ন্যায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’ একই সঙ্গে সংগঠনটি তাদের ‘সহযোদ্ধাদের’ প্রশংসা করে বলেছে, ‘আমাদের সন্ত্রাসী বা উগ্রপন্থী বলা হলেও আমরা পিছিয়ে যাব না। শিকার এখনো চলছে!’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই বার্তাগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং ‘দ্য বেস’-এর পক্ষ থেকে ইউক্রেনে চরমপন্থী কর্মকাণ্ডে জড়ানোর অতীতের তুলনায় বেড়েছে।
ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, ভোরোনিচকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুই ঘাতককেও তারা গুলি করে হত্যা করেছে। তাঁদের কাছে অস্ত্র ও নির্দেশনা সরবরাহ করেছিল রাশিয়ার বিশেষ গোয়েন্দা সংস্থাগুলো। ইউক্রেনীয় গণমাধ্যম আরও জানায়, ওই ঘাতকেরা বিদেশি এবং অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল।
২০২৪ সালের এপ্রিল থেকে ‘দ্য বেস’ সংগঠনটি পশ্চিম ইউক্রেনের জাকারপাটিয়া অঞ্চলে ‘শ্বেতাঙ্গ জাতি রাষ্ট্র’ গঠনের লক্ষ্যে বিদ্রোহ ঘোষণা করে। তারা পুলিশের গাড়ি, বৈদ্যুতিক বাক্সসহ বিভিন্ন অবকাঠামোতে অগ্নিসংযোগের ভিডিও পোস্ট করেছে। মার্চ থেকে এখন পর্যন্ত সংগঠনটি এমন অন্তত ১০টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ’।
এদিকে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা হত্যার ঘটনায় নিজের ব্যক্তিগত সম্পৃক্ততা অস্বীকার করেছেন নজ্জারো। তবে তাঁর সংগঠনের রাশিয়াভিত্তিক ডিজিটাল অবকাঠামো ব্যবহার এবং রুশ স্ত্রীর সঙ্গে রাশিয়ায় বসবাস—এসবই তাঁর রুশ সংযোগের সন্দেহকে জোরদার করছে। নজ্জারো এখনো যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হননি। তবে তাঁর বিরুদ্ধে এফবিআই তদন্তের তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
আজ বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ভোরোনিচকে হত্যার দায় স্বীকার করেছে ‘দ্য বেস’ নামে একটি উগ্র ডানপন্থী জঙ্গি সংগঠনের ইউক্রেন শাখা। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই সংগঠনটি ২০১৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এবং বহু দেশ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
দ্য বেস-এর প্রতিষ্ঠাতা রিনালদো নজ্জারো এক সময় মার্কিন সামরিক দপ্তরের ঠিকাদার ছিলেন। বর্তমানে তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসবাস করেন এবং তাঁর রুশ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহ চলছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ‘দ্য বেস’ বলেছে, ‘এসবিইউ কর্নেলকে গুলি করে হত্যা করা কেবল শুরু। ন্যায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’ একই সঙ্গে সংগঠনটি তাদের ‘সহযোদ্ধাদের’ প্রশংসা করে বলেছে, ‘আমাদের সন্ত্রাসী বা উগ্রপন্থী বলা হলেও আমরা পিছিয়ে যাব না। শিকার এখনো চলছে!’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই বার্তাগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং ‘দ্য বেস’-এর পক্ষ থেকে ইউক্রেনে চরমপন্থী কর্মকাণ্ডে জড়ানোর অতীতের তুলনায় বেড়েছে।
ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, ভোরোনিচকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুই ঘাতককেও তারা গুলি করে হত্যা করেছে। তাঁদের কাছে অস্ত্র ও নির্দেশনা সরবরাহ করেছিল রাশিয়ার বিশেষ গোয়েন্দা সংস্থাগুলো। ইউক্রেনীয় গণমাধ্যম আরও জানায়, ওই ঘাতকেরা বিদেশি এবং অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল।
২০২৪ সালের এপ্রিল থেকে ‘দ্য বেস’ সংগঠনটি পশ্চিম ইউক্রেনের জাকারপাটিয়া অঞ্চলে ‘শ্বেতাঙ্গ জাতি রাষ্ট্র’ গঠনের লক্ষ্যে বিদ্রোহ ঘোষণা করে। তারা পুলিশের গাড়ি, বৈদ্যুতিক বাক্সসহ বিভিন্ন অবকাঠামোতে অগ্নিসংযোগের ভিডিও পোস্ট করেছে। মার্চ থেকে এখন পর্যন্ত সংগঠনটি এমন অন্তত ১০টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ’।
এদিকে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা হত্যার ঘটনায় নিজের ব্যক্তিগত সম্পৃক্ততা অস্বীকার করেছেন নজ্জারো। তবে তাঁর সংগঠনের রাশিয়াভিত্তিক ডিজিটাল অবকাঠামো ব্যবহার এবং রুশ স্ত্রীর সঙ্গে রাশিয়ায় বসবাস—এসবই তাঁর রুশ সংযোগের সন্দেহকে জোরদার করছে। নজ্জারো এখনো যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হননি। তবে তাঁর বিরুদ্ধে এফবিআই তদন্তের তথ্য পাওয়া গেছে।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
১০ ঘণ্টা আগেঅন্তত ৯ জন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তাঁদের ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাই পুলিশের তথ্য অনুযায়ী, ‘মিস গলফ’ নামে পরিচিত ওই নারী গত তিন বছরে প্রায় ৩৮ কোটি ৫০ লাখ বাত (১৪৩ কোটি টাকার বেশি) হাতিয়ে নিয়েছেন।
১১ ঘণ্টা আগে