Ajker Patrika

সিরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

সম্প্রতি ইসরায়েল সিরিয়াকে হুমকি দিয়েছে, যদি সরকারি বাহিনীকে দেশের দক্ষিণ অংশ থেকে প্রত্যাহার করা না হয়, তাহলে তারা হামলা আরও বাড়াবে। এদিকে আবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে সম্প্রতি দ্রুজ সম্প্রদায় ও সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা শহরে বেদুইন সুন্নি গোত্র ও দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বসবাস। গত ১৪ জুলাই এই দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিহতের সংখ্যা ৩৭ জন। এমন সময়ে রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের নতুন এক ঝুঁকি তৈরি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত