Ajker Patrika

ভারতের সাইবার হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ মে ২০২৫, ২০: ১৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিমান হামলার পাশাপাশি পাকিস্তানের প্রযুক্তিগত সংস্থাগুলোতে একাধিকবার সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে ভারত। তবে, সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজাহ ফাতিমা খাজা এমন দাবি করেছেন।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান বলছে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেছেন, ‘ভারতের সাইবার হামলা ব্যর্থ করতে সতর্ক অবস্থানে রয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিসহ সংশ্লিষ্ট সব প্রযুক্তি সংস্থা ও টিম। এরই মধ্যে ভারতের একাধিক সাইবার হামলা সফলভাবে ব্যর্থ করেছে তারা।’

তিনি আরও বলেন, ‘ভারত এখন পর্যন্ত কোনো সাইবার আক্রমণে সফল হতে পারেনি। ভবিষ্যতেও তাদের এমন প্রচেষ্টা সফল হবে না।’

গত ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। এর জেরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় রাত পৌনে ২টায় পাকিস্তানের ছয় স্থান—পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহরে আঘাত হানে একের পর এক ক্ষেপণাস্ত্র। স্থানীয়রা জানান, কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের বিকট আওয়াজ, অনুভূত হয়েছে কম্পন।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট ইনস্টিটিউট-পিটিআই জানিয়েছে, ভাওয়ালপুরে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ–ই–মোহাম্মদের প্রধান কার্যালয়, মুরিদকে শহরে পাকিস্তানভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী লস্কর–ই–তৈয়বার প্রধান কার্যালয়সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় এসব হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি ভারতের।

এদিকে, ভারতের এই হামলাকে ‘কাপুরোষিত’ আখ্যা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের ইতিহাস জুড়েই এ ধরনের কাপুরুষোচিত হামলার উদাহরণ রয়েছে, কিন্তু আমাদের বাহিনী সবসময় যথাযথ জবাব দিয়েছে। এবারও জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে এবং আগামীতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অব্যাহত থাকবে এমন দৃঢ় অবস্থান।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত