Ajker Patrika

গোতাবায়ার পদত্যাগে বিক্ষোভকারীদের উল্লাস

গোতাবায়ার পদত্যাগে বিক্ষোভকারীদের উল্লাস

শ্রীলঙ্কার দেশত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্টের স্পিকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আরও এই খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দের ঢেউ বয়ে যায় আন্দোলনকারীদের মাঝে। রাজধানী কলম্বোয় আনন্দ মিছিল বের করেন তাঁরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কিন্তু গোতাবায়ার পদত্যাগের সংবাদ শোনার পর আন্দোলনকারীরা কারফিউ অমান্য করে প্রেসিডেন্ট ভবনের সামনে উৎসবে মেতে উঠে। এ সময় তাঁরা আতশবাজি ফুটিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে এবং রাজাপক্ষের নাম নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ প্রকাশ করে। 

আন্দোলনকারীদের একজন দামিথা আবেয়ারত্নে বলেছেন, ‘আজ সারা দেশই উদ্যাপন করবে। এটি নিঃসন্দেহে একটি বড় বিজয়। আমরা কখনোই ভাবিনি আমরা তাদের শাসনের কবল থেকে মুক্তি পাব।’

এদিকে, আজ বিক্ষোভের মুখে পালিয়ে দেশ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নিজের পদত্যাগপত্র দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইল করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল শুক্রবার দেওয়া হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর। 

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া রাজাপক্ষে তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছে ই-মেইল করেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। গতকাল বুধবার রাতেই তিনি এ ই-মেইল করেন। তবে কিছু কৌশলগত বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা চলার কারণে এখনো এ নিয়ে সরাসরি কোনো বিবৃতি আসেনি। 

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া রাজাপক্ষে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের বোয়িং–৭৮৭ ড্রিমলাইনার যোগে গোতাবায়া সিঙ্গাপুরে পৌঁছান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত