আজকের পত্রিকা ডেস্ক
ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালের বিশাল অংশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে দুই দেশের গণপরিবহনব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে এবং রাজধানী মাদ্রিদ, লিসবনসহ বিভিন্ন শহরে বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া অসংখ্য ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই বিপর্যয়ের কারণ নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার এক ঘণ্টা পরও এই বিপর্যয়ের নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে অনেকের ধারণা, এটি সাইবার হামলা হবে। স্পেনে এই জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে। স্পেন ও পর্তুগাল সরকার পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছে। এই বিদ্যুৎ বিপর্যয় উত্তর-পূর্ব স্পেনের সীমান্তবর্তী ফ্রান্সের কিছু অংশেও প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
পর্তুগালের ইউটিলিটি সংস্থা আরইএন নিশ্চিত করেছে, ইবেরিয়ান উপদ্বীপজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা ফ্রান্সের কিছু অংশেও প্রভাব ফেলেছে। স্পেনের গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, তারা আঞ্চলিক গ্রিড কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে। আরইএনের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ইউরোপীয় পাওয়ার গ্রিড ও অপারেটরদের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে পরিকল্পনা করা হয়েছে এবং ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ক্রীড়াজগতেও প্রভাব পড়েছে। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের ১৫তম বাছাইপর্বের আজকের ম্যাচে গ্রিগর দিমিত্রিভ ও ব্রিটিশ খেলোয়াড় জ্যাকব ফিয়ার্নলিকে আলোকস্বল্পতার কারণে কোর্ট ছাড়তে বাধ্য করা হয়েছে এবং খেলা স্থগিত করা হয়েছে।
স্পেনের রেডিও স্টেশন কাদেনা সের জানিয়েছে, মাদ্রিদের মেট্রোর কিছু অংশ খালি করা হচ্ছে এবং শহরের কেন্দ্রে ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, মাদ্রিদের রাস্তায় বিভিন্ন অফিসের বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছেন। মূল ভবনগুলোর চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ করছে।
মাদ্রিদে ব্রিটিশ দূতাবাসের একটি টাওয়ারও খালি করা হয়েছে। স্থানীয় একটি রেডিও জানিয়েছে, মেট্রোরেল ও বিভিন্ন ভবনের লিফটেও অসংখ্য মানুষ আটকা পড়েছে। পর্তুগালের পুলিশ জানিয়েছে, সারা দেশে ট্রাফিক লাইট কাজ করছে না। লিসবন ও পোর্তোতে মেট্রো বন্ধ রয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে। লিসবনের মেট্রোপলিটানো দে লিসবোয়া জানিয়েছে, মেট্রো পুরোপুরি স্থবির এবং ট্রেনের ভেতরে মানুষ আটকা পড়ে আছে। পর্তুগালের টিএপি এয়ারের একটি সূত্র জানিয়েছে, লিসবন বিমানবন্দর আপাতত ব্যাকআপ জেনারেটরে চলছে। স্পেনের ৪৬টি বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এএনএ জানিয়েছে, সারা দেশের বিমানবন্দরগুলোতে সব ফ্লাইট বিলম্ব হচ্ছে।
এদিকে ফ্রান্সের গ্রিড অপারেটর আরটিই জানিয়েছে, সেখানে সংক্ষিপ্ত বিদ্যুৎ বিপর্যয় ঘটলেও বিদ্যুৎ সরবরাহ দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে। তারা এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করছে। পর্তুগালের জাতীয় বিদ্যুৎ সংস্থা আরইএনের প্রাথমিক ধারণা, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে আলারিক পর্বতে আগুনের কারণে পারপিগনান ও পূর্ব নারবোনের মধ্যে একটি হাই ভোল্টেজ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বিপর্যয় ঘটতে পারে। তবে স্পেনের আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল মোরনো বলেছেন, এটি একটি সাইবার হামলাও হতে পারে।
ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালের বিশাল অংশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে দুই দেশের গণপরিবহনব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে এবং রাজধানী মাদ্রিদ, লিসবনসহ বিভিন্ন শহরে বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া অসংখ্য ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই বিপর্যয়ের কারণ নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার এক ঘণ্টা পরও এই বিপর্যয়ের নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে অনেকের ধারণা, এটি সাইবার হামলা হবে। স্পেনে এই জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে। স্পেন ও পর্তুগাল সরকার পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছে। এই বিদ্যুৎ বিপর্যয় উত্তর-পূর্ব স্পেনের সীমান্তবর্তী ফ্রান্সের কিছু অংশেও প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
পর্তুগালের ইউটিলিটি সংস্থা আরইএন নিশ্চিত করেছে, ইবেরিয়ান উপদ্বীপজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা ফ্রান্সের কিছু অংশেও প্রভাব ফেলেছে। স্পেনের গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, তারা আঞ্চলিক গ্রিড কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে। আরইএনের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ইউরোপীয় পাওয়ার গ্রিড ও অপারেটরদের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে পরিকল্পনা করা হয়েছে এবং ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ক্রীড়াজগতেও প্রভাব পড়েছে। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের ১৫তম বাছাইপর্বের আজকের ম্যাচে গ্রিগর দিমিত্রিভ ও ব্রিটিশ খেলোয়াড় জ্যাকব ফিয়ার্নলিকে আলোকস্বল্পতার কারণে কোর্ট ছাড়তে বাধ্য করা হয়েছে এবং খেলা স্থগিত করা হয়েছে।
স্পেনের রেডিও স্টেশন কাদেনা সের জানিয়েছে, মাদ্রিদের মেট্রোর কিছু অংশ খালি করা হচ্ছে এবং শহরের কেন্দ্রে ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, মাদ্রিদের রাস্তায় বিভিন্ন অফিসের বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছেন। মূল ভবনগুলোর চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ করছে।
মাদ্রিদে ব্রিটিশ দূতাবাসের একটি টাওয়ারও খালি করা হয়েছে। স্থানীয় একটি রেডিও জানিয়েছে, মেট্রোরেল ও বিভিন্ন ভবনের লিফটেও অসংখ্য মানুষ আটকা পড়েছে। পর্তুগালের পুলিশ জানিয়েছে, সারা দেশে ট্রাফিক লাইট কাজ করছে না। লিসবন ও পোর্তোতে মেট্রো বন্ধ রয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে। লিসবনের মেট্রোপলিটানো দে লিসবোয়া জানিয়েছে, মেট্রো পুরোপুরি স্থবির এবং ট্রেনের ভেতরে মানুষ আটকা পড়ে আছে। পর্তুগালের টিএপি এয়ারের একটি সূত্র জানিয়েছে, লিসবন বিমানবন্দর আপাতত ব্যাকআপ জেনারেটরে চলছে। স্পেনের ৪৬টি বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এএনএ জানিয়েছে, সারা দেশের বিমানবন্দরগুলোতে সব ফ্লাইট বিলম্ব হচ্ছে।
এদিকে ফ্রান্সের গ্রিড অপারেটর আরটিই জানিয়েছে, সেখানে সংক্ষিপ্ত বিদ্যুৎ বিপর্যয় ঘটলেও বিদ্যুৎ সরবরাহ দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে। তারা এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করছে। পর্তুগালের জাতীয় বিদ্যুৎ সংস্থা আরইএনের প্রাথমিক ধারণা, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে আলারিক পর্বতে আগুনের কারণে পারপিগনান ও পূর্ব নারবোনের মধ্যে একটি হাই ভোল্টেজ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বিপর্যয় ঘটতে পারে। তবে স্পেনের আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল মোরনো বলেছেন, এটি একটি সাইবার হামলাও হতে পারে।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
২ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
১ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
৪ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে