এএফপি, জাকার্তা
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলে নারী, শিশুসহ শতাধিক রোহিঙ্গা একটি নৌকায় ভাসছে। এই রোহিঙ্গাদের উদ্ধারে ইন্দোনেশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা নিয়ে ভাসা নৌকাটি আচেহ প্রদেশের উপকূল থেকে ছয় কিলোমিটার সমুদ্রের ভেতরে নোঙর করা ছিল। গত সোমবার একটি ত্রাণের নৌকা তাদের উপকূল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে আসে। এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রহমান বলেন, সরকারের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন, দ্রুত যেন ওই রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে তিনি আরও বলেন, সংকটে থাকা এই রোহিঙ্গাদের উদ্ধারে সরকারকে সহযোগিতা করার জন্য সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত আছে।
এদিকে গতকাল বুধবার এই নৌকা থেকে পাঁচ রোহিঙ্গাকে উপকূলে আনা হয়েছে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য। এ ছাড়া নৌকায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রায় এক সপ্তাহ ধরে ওই রোহিঙ্গারা সাগরে ভাসছে। তারা যেখানে রয়েছে, সেখান থেকে সবচেয়ে কাছে দক্ষিণ আচেহ জেলা। এই জেলায় সরকারের মুখপাত্র ইউহেলমি বলেন, রোহিঙ্গাদের উদ্ধারের ক্ষেত্রে দেশের অভিবাসন বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
অভিবাসন বিভাগ সিদ্ধান্ত নেবে, এই রোহিঙ্গাদের কোথায় নেওয়া হবে। ফয়সাল রহমান আরও বলেন, সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সমুদ্রবন্দরে বিশাল একটি ব্যানার টানিয়েছেন স্থানীয় লোকজন। সেখানে লেখা রয়েছে, ‘দক্ষিণ আচেহর মানুষ রোহিঙ্গাদের জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’ আচেহ জেলে সম্প্রদায়ের প্রধান মোহাম্মদ জাবাল বলেছেন, ‘আমাদের জেলে সম্প্রদায় তাদের এখানে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কারণ তারা যেখানেই গেছে, স্থানীয়দের জীবনে অশান্তি সৃষ্টি করেছে।’
আচেহ পুলিশের বয়ান অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের এই দল ৯ অক্টোবর কক্সবাজার ত্যাগ করেছিল। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। যাত্রীদের কয়েকজন আবার অন্য দেশে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলে নারী, শিশুসহ শতাধিক রোহিঙ্গা একটি নৌকায় ভাসছে। এই রোহিঙ্গাদের উদ্ধারে ইন্দোনেশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা নিয়ে ভাসা নৌকাটি আচেহ প্রদেশের উপকূল থেকে ছয় কিলোমিটার সমুদ্রের ভেতরে নোঙর করা ছিল। গত সোমবার একটি ত্রাণের নৌকা তাদের উপকূল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে আসে। এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রহমান বলেন, সরকারের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন, দ্রুত যেন ওই রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে তিনি আরও বলেন, সংকটে থাকা এই রোহিঙ্গাদের উদ্ধারে সরকারকে সহযোগিতা করার জন্য সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত আছে।
এদিকে গতকাল বুধবার এই নৌকা থেকে পাঁচ রোহিঙ্গাকে উপকূলে আনা হয়েছে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য। এ ছাড়া নৌকায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রায় এক সপ্তাহ ধরে ওই রোহিঙ্গারা সাগরে ভাসছে। তারা যেখানে রয়েছে, সেখান থেকে সবচেয়ে কাছে দক্ষিণ আচেহ জেলা। এই জেলায় সরকারের মুখপাত্র ইউহেলমি বলেন, রোহিঙ্গাদের উদ্ধারের ক্ষেত্রে দেশের অভিবাসন বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
অভিবাসন বিভাগ সিদ্ধান্ত নেবে, এই রোহিঙ্গাদের কোথায় নেওয়া হবে। ফয়সাল রহমান আরও বলেন, সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সমুদ্রবন্দরে বিশাল একটি ব্যানার টানিয়েছেন স্থানীয় লোকজন। সেখানে লেখা রয়েছে, ‘দক্ষিণ আচেহর মানুষ রোহিঙ্গাদের জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’ আচেহ জেলে সম্প্রদায়ের প্রধান মোহাম্মদ জাবাল বলেছেন, ‘আমাদের জেলে সম্প্রদায় তাদের এখানে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কারণ তারা যেখানেই গেছে, স্থানীয়দের জীবনে অশান্তি সৃষ্টি করেছে।’
আচেহ পুলিশের বয়ান অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের এই দল ৯ অক্টোবর কক্সবাজার ত্যাগ করেছিল। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। যাত্রীদের কয়েকজন আবার অন্য দেশে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৯ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৯ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১২ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১২ ঘণ্টা আগে