Ajker Patrika

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৪ 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৯: ৪৪
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৪ 

পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। বেশির ভাগ যাত্রী ছিল হাইতির নাগরিক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, পেরুর পিউরা প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে নিহতের সংখ্যা ২৫ বললেও পরে পুলিশ বলেছে ২৪।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ছিল কোরিয়ানকা ট্যুর কোম্পানির। যাত্রী নিয়ে বাসটি পেরুর লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসের দিকে যাচ্ছিল। বাসটি অর্গানোস শহরের কাছে এসে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং অন্যরা ভেতরে আটকা পড়েছিল।

যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীদের লিমা থেকে ১ হাজার কিলোমিটার দূরের এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে বেশ কয়েকজন হাইতির নাগরিক ছিলেন। তবে সংখ্যাটি কত, তা এখনো জানা যায়নি। পেরুতে অনেক হাইতির অভিবাসী রয়েছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অভিবাসীর সংখ্যা বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...