Ajker Patrika

তেল-পেঁয়াজের পর বাড়ছে সবজির দামও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ মে ২০২২, ১৩: ১৫
তেল-পেঁয়াজের পর বাড়ছে সবজির দামও

চট্টগ্রামে ভোজ্যতেল ও পেঁয়াজের পর সবজিসহ অন্যান্য পণ্যের মূল্যও বাড়ছে। গত দুই দিন চট্টগ্রামের কয়েকটি কাঁচাবাজার ঘুরে এই তথ্য জানা গেছে।

গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে ডিম ডজনপ্রতি ১০ টাকা বেড়ে বর্তমানে ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দামও চড়া। প্রতি কেজি সবজি গড়ে ২০ টাকা বেড়েছে।

নগরের চকবাজার ও কাজীর দেউড়ি চৌমুহনী কর্ণফুলী মার্কেট ও হালিশহর এলাকার বিভিন্ন কাঁচাবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা। অথচ এক সপ্তাহ আগেও এই মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় কিনেছেন ক্রেতারা।

চকবাজার কাঁচাবাজারের খাজা নলন্ধ আলী নেওয়াজ পোলট্রি দোকানের স্বত্বাধিকারী মো. জামাল সওদাগর মুরগির দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, অন্য জাতের মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে।

কাজির দেউড়ি কাঁচাবাজারের নিউ হ্যান্ডস গার্ডেন নামের দোকানের মালিক মো. আক্তার হোসেন বলেন, তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

হালিশহর এলাকার আই ব্লক কাঁচাবাজারে ২-৩ দিনের ব্যবধানে পেঁয়াজ ৩৫ টাকা থেকে বেড়ে ৪৫ টাকায়, ঢ্যাঁড়স ৮০ টাকায়, কাকরোল ৮০ টাকা, তিতা করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে টমেটোর দাম এক লাফে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে প্রতি কেজি টমেটো ২৫ টাকায় বিক্রি হয়েছিল।

এদিকে দাম বাড়ায় ক্রেতারা হতাশ। কাজির দেউড়ি বাজারে নিয়মিত বাজার করেন ভিআইপি টাওয়ারের বাসিন্দা সামসুল ইসলাম। তিনি বলেন, যে হারে দ্রব্যমূল্য বাড়ছে, সামনে সাধারণ ক্রেতাদের জন্য জীবনযাপন কঠিন হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।

বাজার নিয়ন্ত্রণে কাজ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। অধিদপ্তরের চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, ‘আমাদের কাছে মন্ত্রণালয় থেকে যখন নির্দেশনা আসে, তখন আমরা অভিযান পরিচালনা করি। আমরা বাজার নিয়মিত মনিটরিং করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত