নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আষাঢ় ও শ্রাবণ দুই মাসকে বর্ষাকাল বলা হয়। অথচ শ্রাবণ মাস চলছে, দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির দেখা নেই। দুই-এক জায়গায় বৃষ্টি হলেও তা যৎ সামান্য। বৃষ্টি কম হওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা হচ্ছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টির পরিমাণ কম। তবে আগামী ৪৮ ঘণ্টা পর বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের দক্ষিণ অংশ ও উত্তর পূর্বাংশে বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী ও রংপুরে বৃষ্টি নেই। আগামী দুই দিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, সারা বছর যে বৃষ্টিপাত হয়, এর ৭১ শতাংশই হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই চার মাসে। ২২ জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেই অনুযায়ী সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে জুলাইয়ের শেষ দিকে বৃষ্টি কিছুটা হবে। তারপরও জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টি কম হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩০ মিলি মিটার। চট্টগ্রাম, খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানী ঢাকাতে কোন বৃষ্টিপাত হয়নি। মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আষাঢ় ও শ্রাবণ দুই মাসকে বর্ষাকাল বলা হয়। অথচ শ্রাবণ মাস চলছে, দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির দেখা নেই। দুই-এক জায়গায় বৃষ্টি হলেও তা যৎ সামান্য। বৃষ্টি কম হওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা হচ্ছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টির পরিমাণ কম। তবে আগামী ৪৮ ঘণ্টা পর বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের দক্ষিণ অংশ ও উত্তর পূর্বাংশে বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী ও রংপুরে বৃষ্টি নেই। আগামী দুই দিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, সারা বছর যে বৃষ্টিপাত হয়, এর ৭১ শতাংশই হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই চার মাসে। ২২ জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেই অনুযায়ী সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে জুলাইয়ের শেষ দিকে বৃষ্টি কিছুটা হবে। তারপরও জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টি কম হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩০ মিলি মিটার। চট্টগ্রাম, খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানী ঢাকাতে কোন বৃষ্টিপাত হয়নি। মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৯ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ৯টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবার, ঢাকার বায়ুমান ১৭০, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ৪র্থ।
১৬ ঘণ্টা আগেঢাকার বাতাসে আজ দূষণ কিছুটা কমেছে। গতকাল শনিবারের তুলনায় রাজধানী শহরের বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ আজ রোববার বেশ কম। বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ৯টা ১০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ১১০, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
২ দিন আগে