Ajker Patrika

চুরির অভিযোগে মধ্যরাতে গাছে বেঁধে যুবকের মাথা ন্যাড়া

বগুড়া প্রতিনিধি
চুরির অভিযোগে মধ্যরাতে গাছে বেঁধে যুবকের মাথা ন্যাড়া

বগুড়ায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছেন এক মুরগির খামারি। সদরের সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া গ্রামে বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম পিন্টুর দাবি, ওই ব্যক্তি এলাকায় একাধিক চুরি করেছেন। 

মাথা ন্যাড়া করে দেওয়া আমিনুল ইসলাম বুশের (৩২) বাড়ি চান্দপাড়া গ্রামে। পেশায় তিনি অটোরিকশা চালক। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

ইউপি সদস্য আমিনুল ইসলাম পিন্টু বলেন, ‘বুশের বিরুদ্ধে এলাকায় ছিঁচকে চুরির অনেক অভিযোগ রয়েছে। এ জন্য কেউ থানায় অভিযোগ করেন না। মাঝে মধ্যেই তিনি বাসা বাড়ি থেকে ছোটখাটো জিনিস চুরি করেন। মাথা ন্যাড়া করে দেওয়া বেআইনি হলেও গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে এই কাজ করেছে।’

বুধবার দিবাগত রাত ১টার দিকে পিপুলের মুরগির খামার সংলগ্ন রাস্তায় গাছের সঙ্গে বুশের দুই হাত বেঁধে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ঘটনাস্থলে ইউপি সদস্য এর কারণ জানতে চাইলে পিপুল জানান, তাঁর মুরগির খামারের ঘর থেকে বুশ একটি মোবাইল ফোন, একটি টর্চ ও ৫২৫ টাকা চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েন। এ কারণে তাঁরা বুশকে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দেন। 

আজ বৃহস্পতিবার চান্দপাড়া গ্রামে গিয়ে মুরগির ফার্ম মালিক পিপুলকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। তারপরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত