Ajker Patrika

রাজশাহী কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৯: ৫৪
রাজশাহী কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। এই আসামির নাম রাকিবর ওরফে আকিবর। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে তাঁর বাড়ি। ২৩ বছর ৩ মাস ধরে কারাগারে ছিলেন তিনি। 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফাঁসি কার্যকরের সময় রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল জানান, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ীর নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ব্যাপারে মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন। 

এরপর ২০০৪ সালের ৮ আগস্ট এই মামলার রায়ে আদালত আসামি রাকিবরসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। পরে দীর্ঘ সময় উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতে আসামি রাকিবরের রায়ের বিরুদ্ধে আপিল-শুনানি চলতে থাকে। তবে শেষ পর্যন্ত সবখানেই তার ফাঁসির দণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেও তা নাকচ হয়ে যায়। আইনগত সব প্রক্রিয়া শেষে বুধবার আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত