Ajker Patrika

বিমানের টিকিট জালিয়াতি চক্রের হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বিমানের টিকিট বিক্রি করে পরবর্তীতে যাত্রীকে না জানিয়ে টিকিট রিফান্ড করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগী কিছু হজ যাত্রীসহ চিকিৎসা, শিক্ষার জন্য বিভিন্ন দেশে ভ্রমণকারীদের অভিযোগের প্রেক্ষিতে টিকিট জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগ। 

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল বুধবার বিশেষ অভিযানে প্রতারক চক্রের হোতা মাহবুবুর উর রশিদকে (৫১) কলাবাগান গ্রিনরোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা এয়ারলাইনসের ৮১টি ভুয়া টিকিট, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২টি কম্পিউটার, ১টি কালো রংয়ের জিপগাড়ি, ১২ টি বিভিন্ন ব্যাংকের চেক ও একটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেশ কিছু ট্রাভেলিং অ্যান্ড ট্যুর এজেন্সি মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে যাওয়ার জন্য বিমানের টিকিট আগাম বিক্রি করছে। কিন্তু যাত্রীরা বিমানবন্দরে গিয়ে বিদেশ যেতে না পেরে প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ শুরু করে গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান এর নেতৃত্বে একাধিক টিম। 

ই-টিকিট প্রতারণায় মাহবুরকে সহায়তা করত দুবাই প্রবাসী সাদ নামের একজন বাংলাদেশের নাগরিক। সাদ চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, এই চক্রটির আসন্ন হজকে লক্ষ্য করে বড় ধরনের প্রতারণার পরিকল্পনা করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানাসহ রাজধানীর বেশ কয়েকটি থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত