প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে। ঘরের বাইরে কিছুই রাখতে পারছেন না স্থানীয়রা। এর মধ্যে মিরসরাইয়ে ছাগলের মাথা আর চারটি পা রেখে মাংস নিয়ে গেছে চোর। ঘটনাটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এখন এলাকায় মুখে মুখে ফিরছে।
গত রোববার (৪ জুলাই) উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার দরিদ্র কৃষক মো. নুরুল মোস্তফার একটি ছাগলের পাল আছে। ১০-১২ টির ছাগল পালন করেন তিনি। এ দিয়েই তাঁর সংসার চলে। প্রতিদিনের মতো রোববার তিনি স্থানীয় বেড়িবাঁধ এলাকায় ছাগলগুলো ছেড়ে দিয়ে বাড়ি যান। বিকেলে অনেক খোঁজাখুঁজি করেও একটি ছাগল পাননি। পরদিন বেড়িবাঁধের পাশে ছাগলের মাথা আর চারটি পায় দেখতে পান।
নুরুল মোস্তফা জানান, ছাগলটির বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। গত বছরও একইভাবে একটি গরুর মাথা ও চামড়া রেখে মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা।
নুরুল মোস্তফা বলেন, ছাগলের মাথা আর পা স্থানীয় সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেখিয়েছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চাই।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হয়ে যাওয়া ছাগলের মালিক নুরুল মোস্তফা খুবই গরিব ও অসহায় প্রকৃতির। তিনি ছাগল লালন পালন করে সংসার চালান। অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে আসা অনেক শ্রমিক বেড়িবাঁধ এলাকা দিয়ে চলাফেরা করে। ছাগলের মাংস চুরি স্থানীয় বখাটেরাই করেছে বলে ধারণা করছেন তিনি।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে। ঘরের বাইরে কিছুই রাখতে পারছেন না স্থানীয়রা। এর মধ্যে মিরসরাইয়ে ছাগলের মাথা আর চারটি পা রেখে মাংস নিয়ে গেছে চোর। ঘটনাটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এখন এলাকায় মুখে মুখে ফিরছে।
গত রোববার (৪ জুলাই) উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার দরিদ্র কৃষক মো. নুরুল মোস্তফার একটি ছাগলের পাল আছে। ১০-১২ টির ছাগল পালন করেন তিনি। এ দিয়েই তাঁর সংসার চলে। প্রতিদিনের মতো রোববার তিনি স্থানীয় বেড়িবাঁধ এলাকায় ছাগলগুলো ছেড়ে দিয়ে বাড়ি যান। বিকেলে অনেক খোঁজাখুঁজি করেও একটি ছাগল পাননি। পরদিন বেড়িবাঁধের পাশে ছাগলের মাথা আর চারটি পায় দেখতে পান।
নুরুল মোস্তফা জানান, ছাগলটির বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। গত বছরও একইভাবে একটি গরুর মাথা ও চামড়া রেখে মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা।
নুরুল মোস্তফা বলেন, ছাগলের মাথা আর পা স্থানীয় সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেখিয়েছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চাই।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হয়ে যাওয়া ছাগলের মালিক নুরুল মোস্তফা খুবই গরিব ও অসহায় প্রকৃতির। তিনি ছাগল লালন পালন করে সংসার চালান। অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে আসা অনেক শ্রমিক বেড়িবাঁধ এলাকা দিয়ে চলাফেরা করে। ছাগলের মাংস চুরি স্থানীয় বখাটেরাই করেছে বলে ধারণা করছেন তিনি।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫