Ajker Patrika

ছাগলের শুধু মাথা আর চারটি পা রেখে গেছে চোর

প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে। ঘরের বাইরে কিছুই রাখতে পারছেন না স্থানীয়রা। এর মধ্যে মিরসরাইয়ে ছাগলের মাথা আর চারটি পা রেখে মাংস নিয়ে গেছে চোর। ঘটনাটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এখন এলাকায় মুখে মুখে ফিরছে। 

গত রোববার (৪ জুলাই) উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার দরিদ্র কৃষক মো. নুরুল মোস্তফার একটি ছাগলের পাল আছে। ১০-১২ টির ছাগল পালন করেন তিনি। এ দিয়েই তাঁর সংসার চলে। প্রতিদিনের মতো রোববার তিনি স্থানীয় বেড়িবাঁধ এলাকায় ছাগলগুলো ছেড়ে দিয়ে বাড়ি যান। বিকেলে অনেক খোঁজাখুঁজি করেও একটি ছাগল পাননি। পরদিন বেড়িবাঁধের পাশে ছাগলের মাথা আর চারটি পায় দেখতে পান। 

নুরুল মোস্তফা জানান, ছাগলটির বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। গত বছরও একইভাবে একটি গরুর মাথা ও চামড়া রেখে মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা। 

নুরুল মোস্তফা বলেন, ছাগলের মাথা আর পা স্থানীয় সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেখিয়েছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চাই। 

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হয়ে যাওয়া ছাগলের মালিক নুরুল মোস্তফা খুবই গরিব ও অসহায় প্রকৃতির। তিনি ছাগল লালন পালন করে সংসার চালান। অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে আসা অনেক শ্রমিক বেড়িবাঁধ এলাকা দিয়ে চলাফেরা করে। ছাগলের মাংস চুরি স্থানীয় বখাটেরাই করেছে বলে ধারণা করছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত