Ajker Patrika

বরিশালে পরিবহন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বরিশাল প্রতিনিধি
বরিশালে পরিবহন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বরিশাল নগরীতে শামীম মুন্সি (৪৫) নামের এক পরিবহন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। আজ বুধবার সকালে নগরীর পুলিশ লাইনস রোড এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম মুন্সি (৪৫) নগরের আলেকান্দা কাজীপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত জলিল হাওলাদার নামে একজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। জলিল বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে ও বর্তমানে নগরের সিঅ্যান্ডবি রোড থানা কাউন্সিল সংলগ্ন মিয়া বাড়ির পুল এলাকার বাসিন্দা। 
 
আহতের ভাই সাবেক সেনা সদস্য মো. পারভেজ জানান, সকালে মোটরসাইকেলে করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান নগরের ত্রিশ গোডাউন এলাকায় যাচ্ছিলেন শামীম। এ সময় নগরীর পুলিশ লাইনসের সামনে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর গতিরোধ করে শামীমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে পাশের পুলিশ লাইনসের সদস্যরা হামলাকারীকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান পারভেজ। 

এ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, সকালে পুলিশ লাইনস রোড থেকে মোটরসাইকেলে যাওয়ার পথে জলিল হাওলাদার শামীমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ জলিলকে আটক করে এবং আহত শামীম মুনশিকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এদিকে ঘটনার তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত