বাংলাদেশে মালয়েশীয় হাইকমিশনের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে পর্যটক এবং কর্মীদের ভিসা দেওয়ার বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
উইসমা পুত্রা (মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়) টুইটারে দেওয়া বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার দুজনের একজন পুরুষ ও একজন নারী। অভিবাসন দপ্তরের এই কর্মকর্তারা ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনে অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলেন।
দপ্তরের বার্তা অনুযায়ী, বিষয়টি তদন্ত করছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশন দুর্নীতি দমন কমিশনকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছে।
হাইকমিশনের দুইজন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে—স্থানীয় সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পরপরই মন্ত্রণালয় থেকে একটি বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করা হলো।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ এপ্রিল ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দুর্নীতি দমন কমিশনের পুত্রজায়া সদর দপ্তরে আনা হয়। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়। এরপর ১৮ এপ্রিল থেকে তাঁদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
সূত্রের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, উভয়ের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়ার পরই দুর্নীতি দমন কমিশন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরপর তাঁদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের প্রধান তান শ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে নিউ স্ট্রেইটস টাইমস নামে একটি সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই সন্দেহভাজন এবং বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ২০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিও জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৩১ লাখ রিঙ্গিত।
বাংলাদেশে মালয়েশীয় হাইকমিশনের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে পর্যটক এবং কর্মীদের ভিসা দেওয়ার বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
উইসমা পুত্রা (মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়) টুইটারে দেওয়া বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার দুজনের একজন পুরুষ ও একজন নারী। অভিবাসন দপ্তরের এই কর্মকর্তারা ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনে অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলেন।
দপ্তরের বার্তা অনুযায়ী, বিষয়টি তদন্ত করছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশন দুর্নীতি দমন কমিশনকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছে।
হাইকমিশনের দুইজন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে—স্থানীয় সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পরপরই মন্ত্রণালয় থেকে একটি বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করা হলো।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ এপ্রিল ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দুর্নীতি দমন কমিশনের পুত্রজায়া সদর দপ্তরে আনা হয়। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়। এরপর ১৮ এপ্রিল থেকে তাঁদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
সূত্রের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, উভয়ের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়ার পরই দুর্নীতি দমন কমিশন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরপর তাঁদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের প্রধান তান শ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে নিউ স্ট্রেইটস টাইমস নামে একটি সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই সন্দেহভাজন এবং বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ২০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিও জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৩১ লাখ রিঙ্গিত।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫